আমাদের কথা খুঁজে নিন

   

আকুতি-১

ইকার এর নিঃসঙ্গ বচন গোলাপের পাপড়ির মত যোনি যখন বাসি গোলাপের রঙ পায়, জান্তব কামাসক্তির কাছে পরাজিত সতীত্ব তখন হাহাকারে ব্যস্ত । তোমার দোষ - তোমার উচুনিচু শরীর কিছু পশুর শিশ্নকে উন্নতির শিখরে নিয়ে যায়, তোমার শরীরের বাঁকের ইন্ধনে তাদের মনুষ্যত্বকে পরাজিত করে তাদের পশুত্ব , বল, এটা কি তাদের দোষ ? দোষ তোমার হে নারী ! তুমি ভুলে যাও যে তুমি পুতুল বিশেষ , তোমার প্লাস্টিকের হাত পায়ের ক্ষমতা থাকা উচিৎ না - ইচ্ছেমত পোশাক পরিধানের । উরু বেয়ে গড়িয়ে পড়া পাপের প্রমাণ আর দেখতে চাইনা, আত্মাকাঁপানো সাহায্যের আর্তনাদ আর শুনতে চাইনা । কামাতুর প্রলোভন নিপাত যাক । ভালোবাসার ডালি উন্মুক্ত হোক । নিষ্কাম, ভালোবাসাময় এক পৃথিবী চাই আমাদের পৃথিবী । আমাদের প্রাণের পৃথিবী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।