আমাদের কথা খুঁজে নিন

   

রাজৈনিতক পত্র হবে না, তবেকি প্রেম পত্র হবে নাকি - উল্লুক কাহিকা!!!



##'খালেদার চিঠি রাজনৈতিক হলে সিইসির কাছে পৌঁছাবে না' ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপ-কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী শুক্রবার জানিয়েছেন, সিইসিকে লেখা খালেদা জিয়ার চিঠিতে কোনো রাজনৈতিক বিষয়বস্তু থাকলে তা প্রাপকের কাছে পৌঁছাবে না। >>>রাজৈনিতক পত্র হবে না, তবেকি প্রেম পত্র হবে নাকি - উল্লুক কাহিকা!!! ##বৃহস্পতিবার খালেদা জিয়ার আইনজীবীরা সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন তার মনোনীত মহাসচিবের সঙ্গে সংলাপে বসার জন্য কারা কর্তৃপক্ষের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারকে একটি চিঠি দিচ্ছেন। আইনজীবীদের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকালে কেন্দ্রীয় কারাগারে সংবাদ সম্মেলন করে কারা কর্তৃপক্ষ। ##এতে সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, কারাবিধি অনুযায়ী কেনো বন্দি রাজনৈতিক সিদ্ধান্ত বাইরে পাঠাতে পারেন না। এমন কি রাজনৈতিক কথা বলাও কারাবিধির লঙ্ঘন।

খালেদার রাজনৈতিক সিদ্ধান্ত সাংবাদিকদের জানানোর মাধ্যমে তার আইনজীবীরা কারাবিধি লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করেন তিনি। >>> তোমরা হালায় সংবিধান লঙ্গন করবার পরবা, আর আইনজীবিরা মক্কেলের কথা কাউরে কইবার পারবনা। কালকা আবার কইয়ো.. আদালতে আসামীর আইনজীবি কোন কথা বললে আদালত অবমাননা হবে!!!!!!!!! খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও ব্যারিস্টার নওশাদ জমির বৃহস্পতিবার বিকেলে বিশেষ কারাগারে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেন, ''ম্যাডাম সিইসি বরাবর চিঠি দিয়েছেন। তা কারা কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। " "তিনি জানিয়েছেন, সংলাপ কিংবা যে কোনো আলোচনা মহাসচিব খোন্দকার দেলোয়ারের নেতৃত্বেই হবে।

তিনিই সিদ্ধান্ত দেবেন। " তার আইনজীবীরা বাইরে এসে যা বলেছেন ওই চিঠিতে হুবুহু তাই লেখা থাকলে সেটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সেক্ষেত্রে আমরা কারাবিধি অনুযায়ী পদক্ষেপ নেব। " কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে জানতে চাইলে তিনি বলেন, "এতে কোনও রাজনৈতিক সিদ্ধান্তের কথা থাকলে চিঠি প্রাপকের কাছে পৌঁছাবে না। " উপ-কারা মহাপরিদর্শক কারাবিধি ব্যাখ্যা করে বলেন, "কোনও বন্দিই কারাগারে বসে রাজনৈতিক সিদ্ধান্ত দিতে পারেন না।

কোনো বন্দি চিঠি লিখতে চাইলে কারা কর্তৃপক্ষের মাধ্যমে লিখতে হবে। কারা কর্তৃপক্ষের কাছ থেকে কাগজ চেয়ে নিয়ে বন্দি নিজ হাতে তা লিখবেন। কেউ লিখতে না পারলে কারা কর্তৃপক্ষই প্রেরকের পক্ষে তা লিখে দেবে। কিন্তু আমাদের মনে হয়, এখানে (খালেদা জিয়ার ক্ষেত্রে) এর কোনোটিই হয়নি। কেননা খালেদা জিয়া কর্তৃপক্ষের কাছ থেকে কাগজ চেয়ে নেননি।

আর সম্ভবত চিঠিটি তার নিজের হাতেও লেখা নয়। " >>> আঙুল কাটিয়া কলম বানাইয়া লেইখাছি চিঠি...বন্ধু... ভুঝলানা.. হালা উল্লুকেরা আইন দেহায়.......দুইদিেনর যোগীনা ভােতের কয় অন্ন..... খালেদা জিয়ার আইনজীবীরাও আদালত থেকে আইনী সহায়তা দেওয়ার জন্য অনুমোদন নিয়ে তার সঙ্গে দেখা করে বাইরে এসে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। তারা খালেদা জিয়ার বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তের কথা বাইরে এসে জানাচ্ছেন। " কারাগারের ভেতরে আইনজীবীদের সঙ্গে খালেদা জিয়ার আলোচনার সময় কারা কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিত থাকা ও তাদের ভূমিকা প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, "তারা যখন কথা বলেন আমরা তো তাদের মুখ চেপে রাখতে পারি না। আমরা তাদের এ বিষয়ে অনুরোধ করেছি।

এখনও সবার সাহায্য চাইছি। " >>> রাজৈনতিক বন্ধী কি চুরি চামািরর আলাপ করব? মফিজের দল?? তার্ আইনজীবির সাথে যাই আলাপ তা রাজৈনিতক আলাপ হবে না তোকি সামরিক আলাপ হবে নাকি??????


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।