আমাদের কথা খুঁজে নিন

   

এবারের একুশে বইমেলায় জনপ্রিয় লেখকদের বই ( ২য় পর্ব)

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

ইমদাদুল হক মিলন ১. মৌসুমী (উপন্যাস) - অনন্যা ২. প্রিয় লিলিয়ান (উপন্যাস) - অনন্যা ৩. কে (কিশোর উপন্যাস) - অনন্যা ৪. নায়িকার নাম আয়না (উপন্যাস) - সময় প্রকাশন ৫. প্রিয় চার উপন্যাস (সমগ্র) - সময় প্রকাশন ৬. কেমন আছ, সবুজ পাতা (উপন্যাস) - অন্যপ্রকাশ ৭. এসো, হাত ধরো (উপন্যাস) - অন্যপ্রকাশ ৮. একাকী (উপন্যাস) - অন্যপ্রকাশ ৯. ইংরেজি (উপন্যাস) - অন্যপ্রকাশ ১০. শ্রেষ্ঠ উপন্যাস (সমগ্র) - অন্যপ্রকাশ ১১. নির্বাচিত প্রেমের গল্প (সমগ্র) - অন্যপ্রকাশ ১২. মুক্তিযুদ্ধের গল্প (সমগ্র) - অন্যপ্রকাশ আনিসুল হক ১. সেঁজুতি তোমার জন্য (উপন্যাস) - পার্ল পাবলিকেশন্স ২. রম্যকথা (রম্যবিষয়ক বই) - পার্ল পাবলিকেশন্স ৩. পড়শী যদি আমায় ছুঁতো (উপন্যাস) - কাকলী প্রকাশনী ৪. ফিরে এসো, সুন্দরীতমা (উপন্যাস) - সময় প্রকাশন ৫. শ্রেষ্ঠ উপন্যাস (সমগ্র) - সময় প্রকাশন ৬. অরণ্যে রোদন (কলামসমগ্র) - অনুপম প্রকাশনী ৭. স্বপ্ন (কিশোর উপন্যাস) - অনন্যা ৮. ঘোড়ার ডিম (কিশোর উপন্যাস) - ইতি প্রকাশনী ********একটা বিষয় বলে রাখা ভালো এই তালিকার মাধ্যমে কোন বই কিংবা কোন লেখকের আলোচনা সমালোচনা করা হচ্ছে না। কেবল তথ্য জানানো হচ্ছে। জনপ্রিয়তার মাপকাঠি নিয়েও অনেক ধরনের বিতর্ক হতে পারে। আশা করছি তথ্যের খাতিরে এই বিতর্ক এই পোস্টে উৎরানো সম্ভব। এবং আমি সেটাই প্রতাশা করছি। পৃথিবী জুড়েই ফিকশনের চাহিদা বেশি। সুতরাং যারা ফিকশন লেখেন তাদের বই একটু বেশি বিক্রি হবে একটু বেশি জনপ্রিয় হবে এটা সহজেই বোঝা যায়। ************

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.