আমাদের কথা খুঁজে নিন

   

মন পেতেছি আঁধারে



বিরহী কোকিল ডেকে উঠলো হঠাৎ নির্জনতা ভাঙ্গলো দুপুরের মন কেঁপে উঠলো অস্থিরতায়। ফাগুন বুঝি এলো ভালোবাসার আগুন নিয়ে ভেঙ্গেচূরে দলিত মথিত মনটা স্থির শীতল, নিস্তব্ধ কুঠুরীতে ফাগুনের আগুন জ্বলবে না। পরাগ মাখবে প্রজাপতি,চোখ ঝরাবে জল ভালাবাসার সুরে আন্দেলিত হবে পত্রপল্লব বরফ শীতল বাতাসে এক নারী হবে হিমশীতল চোখ বুজে শুনবে পাতাঝরার মড়মড় শব্দ। তাকিয়ে থাকবে শূণ্যতায়, বিধ্বস্ততায় জলভরা চোখে হাত বাড়াবে নিসঙ্গতায় নারী আজ শূণ্য, বিহ্বল, স্তব্ধ, নি:সঙ্গ বোবা নির্জনতা সঙ্গী হয়ে বেঁচে থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।