আমাদের কথা খুঁজে নিন

   

অনড় অপরাহ্নে অক্ষমতা

আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে

নীরবতাগুলি বড় বেশী সুনসান করে ঈষৎ নুয়ে যাওয়া ক্লান্ত দুপুরের উদ্যানে। একাকীত্ব বড় বেশী সঙ্গ দেয় নিঃসঙ্গতাকে অবিরাম এবং সঙ্গী হয় শরীর এবং আমার অপুষ্ট আত্মার। পরিব্রাজক হাওয়াদের বয়ে আনা বিষাদের কটু গন্ধ নাকে বাজে- আকাশগুলি আবছা আকাশী। ভাবনারা মস্তিষ্কের খাঁজ এবং ঢালগুলি বেয়ে এসে করোটিতে লাথি মেরে ফিরে ফিরে যায়। মুক্তি, রূপ এবং অবয়ব চায়। অনড় দুপুর এবং আমার অক্ষমতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।