আমাদের কথা খুঁজে নিন

   

এটি আমারও কথা



দনিক প্রথম আলোর কার্টুনিস্ট আরিফুর রহমান আরিফের বিরুদ্ধে দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম মো. শাহিনউদ্দিন আগামী ২৫ ফেব্র“য়ারি অভিযোগ গঠন সংক্রান্ত রায় দেবেন। কার্টুনিস্ট আরিফের পক্ষ থেকে অব্যাহতি চেয়ে ইতোমধ্যে আদালতে আবেদন করা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার ঐকান্তিক আগ্রহে ইতোমধ্যে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়ে বন্দিদশা থেকে এরমধ্যে মুক্তি পেয়েছেন। তবে তাদের মুক্তির আগে দেশব্যাপী বহু মানুষ দাবি জানিয়েছে, ক্যাম্পাসে-ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে, প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে এবং তারপর দৃশ্যত নানমুখী চাপে পড়ে সরকার দ্রুত কার্টুনিস্ট আরিফকে ছেড়ে দেয়ার জন্য সরকারের ওপর কোনও চাপ নেই, কোনও পক্ষের কোনও কর্মসূচি নেই, বিক্ষোভ নেই, প্রতিবাদ নেই, টেলিভিশনে ও পত্রিকায় প্রতিবেদন নেই। আরিফকে অবহেলা করা খুবই সহজ।

সে দরিদ্র সরকারি ড্রাইভারের ছেলে। অভাব-অনটনে মানুষ। কোনও রাজনৈতিক দলের বা প্রভাবশালী সংগঠনের সদস্য নয়। এই কিছু দিন আগেও ছিলেন উত্তরায় ছোট মুদি দোকানের কর্মচারী। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে এই বিশেষ কারণে এই বিশেষ আরজ।

আপনি আরিফের অভিভাবকের দায়িত্ব নিন। বিনা দাবি, বিনা হট্টগোলে স্বতঃপ্রণোদিত হয়ে আরিফের মুক্তির ব্যবস্থা করুন। আরিফের ঐ কার্টুন কতখানি সজ্ঞানে অসৎ উদ্দেশে আঁকা, আর কতখানি অসাবধানতাজনিত ভুল আমরা সেটা সহজেই উপলব্ধি করছি। আরিফের এই ভুল আমাদের জানামতে প্রথম ও একমাত্র ভুল। এটি তার বৈশিষ্ট্য নয়, প্রবণতাও নয়।

এমন একটি বিচ্ছিন্ন অসাবধানতাজনিত ভুলের জন্য ২৩ বছরের এই তরুণকে দিনের পর দিন জেলের শাস্তি ভোগ করতে হবে, সেটা মেনে নিতে অস্বস্তি লাগছে। একটু ভেবে দেখলে আপনিও বিব্রতবোধ করার কথা। শিক্ষক-ছাত্রদের মুক্তি সরকারের সিদ্ধান্ত গ্রহণে দোদুল্যমানতার কারণে উদারতার পরিচয় না হয়ে দুর্বলতা ও আÍসমর্পণের উদাহরণ হয়েছে। আরিফের মুক্তির বিষয়টি আপনার সময়োচিত স্বতঃস্ফূর্ত উদ্যোগে যথার্থই উদারতার নিদর্শন হবে বলে আশা করছি। প্রিয় প্রধান উপদেষ্টা, কার্টুনিস্ট আরিফুর রহমান আরিফের যতদ্রুত সম্ভব মুক্তি দিয়ে একটি দরিদ্র পরিবারে শান্তি ফিরিয়ে দিন এবং সরকারের মুখ উজ্জ্বল করার সুযোগ নিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।