আমাদের কথা খুঁজে নিন

   

এই মেয়ে (শেষ পর্ব)

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

এই মেয়ে (শেষ পর্ব) এই মেয়ে- আজ তোরই কথা, ভাবছি বসে একলা ঘরে; চোখে আমার কী হলো ছাই! অকারণে শুধু জল যে ঝরে। এই মেয়ে- তুই জোসনা রাতে, আসবি না আর পুকুর পাড়ে; বসবো না আর দুজন মিলে, একসাথে ঐ নদীর ধারে। এই মেয়ে- তোর প্রাণের বাঁশী, বাজবেনা আর মধুর সুরে; বাজবে সানাই তোর আঙ্গিনায়; আমি শুধু রইবো দূরে। এই মেয়ে- তোর মনের খাতায়, আঁকিস যদি কারও ছবি; দেখবি সে যে আর কেহ নয়, আমিই সেই পাগল কবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।