আমাদের কথা খুঁজে নিন

   

অতুল যৌবন অপরাহ্ন

আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে

তুমি বিস্মৃত হয়ো না, প্রিয়তমা, ঝরতে দাও অঝোর ধারা। শ্রাবণ কিংবা আষাঢ়ের, অথবা গ্রীষ্মের প্রখরতায় চৌচির খরায় তুমি বিস্মৃত হয়ো না প্রিয়তমা, উদাস শরৎ বা মলিন শীতে, নতুন বসন্তের বেদনায় তুমি বিস্মৃত হয়ো না প্রিয়তমা, দীর্ঘ প্রতীক্ষার অলস ভাবনায়, না দেখায় কাতর তুমি-- তুমি বিস্মৃত হয়ো না প্রিয়তমা, অতুল চাউনি ভুলে তোমার গোছান পৃথিবীতে অবহেলায়, কাটিয়ে সাঁঝের নিকষ আঁধার তুমি বিস্মৃত হয়ো না প্রিয়তমা, অতুল যৌবন অপরাহ্ন অপলক শীতল চোখের। তুমি বিস্মৃত হয়ো না প্রিয়তমা----আমার আদি, অন্ত, গন্তব্য, পৃথিবী তুমি প্রিয়তমা আমার, বিস্মৃত হয়ো না রাগে, ঝড়ে, শোকে, কখনও অকারণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।