আমাদের কথা খুঁজে নিন

   

হুতাশন, শুধু উ নেই

হয়তো আমি কোন কিছু সম্পর্কে নিশ্চিত নই

কাচঘেরা ঝাঁপসা চোখে রিকশায় বসে আপনি যখন চাইবেন রেলগাড়িটার শুধু চলে যাওয়া দেখতে, অতিঅবশ্যই দেখবেন একটু পরে সিগন্যাল উঠে গেছে। রেলগাড়ি আটকে আছে তেজগাঁও স্টেশনে, কিংবা সিগন্যালম্যানের রক্তচক্ষু তার হয়তো তখন ভালো লাগছিলো না। যে বাতাসাটি খাওয়ার জন্য আপনি পুরো মুড়ি খেলেন খালি খালি, টোকা মেরে খাওয়ার সময় বাতাসাটি শূন্য থালায় কিছুক্ষণ চক্কর দিয়ে আপনার মুখগহ্বর স্পর্শ করার পর দেখবেন সেটি মাটিতে গড়াগড়ি খেতে চলে যাবেই, আপনার তখন ইচ্ছেও হবে না পতিত-ময়লা বাতাসাকে তুলে নিতে- এ যে ধোয়াও যায় না! কবি রফিক আজাদ ভেবেছিলেন তার প্রেমিকা বিশ বছর পরও বানানভুলেভরা একটি অভিধান থাকবে, কিন্তু ব্যাকরণ তো অনতিক্রম্য কোনো ব্যাকরণ নয়। খুব সহজ করে একটি গল্প লিখতে বসলেও সেটি ভেঙেচুরে হয়তো একটি কবিতাই হবে। আপনি যা চান না, তা চাওয়ার মতো মানুষের অভাব তো পৃথিবীতে নেই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।