আমাদের কথা খুঁজে নিন

   

= গ্রহণ ভোলা চোখ

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

মাঝে মাঝে দু'চোখ আমার গ্রহণ ভোলে কারণ ছাড়াই শেষ প্রহরে জাগিয়ে তোলে, কি জানি কি হয় যে তখন তার মনটাও যে হয়ে পড়ে ভার। কাউকে যেন দেখতে ইচ্ছে করে কাউকে তবু খুঁজে পাই না ঘরে, ইট-শুড়কির পাষাণ ঘরে খাঁ খাঁ মনের ঘরের ফাঁক-ফোঁকরে বইছে তুফান শাঁ শাঁ; নাই কি উপশম? জীবনটাই কি ভ্রম্‌? মাঝে মাঝে স্বপ্ন আমায় বিভোর করে সাদাকালো দিনগুলো সব রঙে ভরে, স্বপ্ন যেমন যায় না দেখা ছুঁয়ে রঙিন সময় তেমনি যায় নুয়ে। পড়ে থাকি একলা আমি নিরব ঘরে সময়গুলো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ৩১.০১.২০০৮ মদীনা মুনাওয়ারা, সৌদি আরব। ছবি: নিজস্ব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।