আমাদের কথা খুঁজে নিন

   

"নেই কাজ তো ভেরেন্ডা ভাজ" - আসুন আমরা ভেরেন্ডা ("বায়ো ডিজেল") ভাজি

একজন সফো বলছি

"নেই কাজ তো ভেরেন্ডা ভাজ" - এমন কথা ঠাট্টা করে আমরা অনেক বলেছি। কিন্তু এখন সময় এসেছে ভেরেন্ডা ভাজার। সম্প্রতি "বায়ো ডিজেল" এর জয়জয়কার চারদিকে। সেই দিন ইটিভি তে এটা নিয়ে একটা আলোচনা অনুষ্ঠান দেখলাম। আমাদের দেশে গ্রামে বাড়ির আশে পাশে ভেরেন্ডা গাছ দেখা যায়।

এই গাছের ফল ভেরেন্ডা হলো "বায়ো ডিজেল" এর কাচামাল। "বায়ো ডিজেল" কি? এটা উদ্ভিদের বীজ থেকে উৎপন্ন এক ধরনের জ্বালানী যা ডিজেল ইন্জিনে ব্যবহার করা যায়। এর ব্যবহার বৃদ্ধি করতে পারলে খনি থেকে প্রাপ্ত ডিজেলের উপর চাপ কমানো যাবে। "ভেরেন্ডা " কি? ভেরেন্ডা গাছের ইংরেজি নাম Jatropha (যেট্রোফা)"। এটা যেকোনো পতিত জমি তে চাষ করা যায়, এমন কি মরু ভুমি তেও চাষ করা যায়।

প্রথম ২বছর কোনো ফল দেয়না। পরবর্তী ৫০বছর পর্যন্ত ফল দেয় এবং প্রতি বছর ফলন পুর্ববর্তী বছরের চেয়ে বেশি হয়। এই গাছের ফল থেকে যে বীজ পাওয়া যায় তা থেকে বিশেষ উপায়ে (কম খরচে) যে তেল পাওয়া যায় তে আমরা ডিজেল এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়া তেল তৈরী করার সময় যে খৈল পাওয়া যায় তা সার হিসেবে ব্যবহার করা যায়, আর সাবানের জন্য গ্লিসারিন ও পাওয়া যায়। বিশ্বের অন্যান্য দেশ কি ভাবছে? সব দেশের খবর জানিনা।

শুধু এতটুকু জানি, ইন্ডিয়া ইতিমধ্যে ১০লাখ হেক্টর জমিতে এর চাষ শুরু করেছে। বাংলাদেশ কি ভাবছে? সবার খবর জানিনা। শুধু এতটুকু জানি, একজন প্রবাসী বাঙালি (ইটিভি তে উনি সাক্ষাতকারে বলেছেন) চেষ্টা চালাছেন কিছু করার জন্য। আমরা আমাদের পতিত জমি যেমন, রাস্তার পাশে, সুন্দরবন, কক্সবাজার সৈকতের পাশে এর ব্যপক চাষ করতে পারি। এতে করে আমাদের দেশের ডিজেল চাহিদাতো মিটবেই, সেই সাথে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বায়োফুয়েলকে জ্বালানি হিসেবে উৎসাহিত করবো আমি, কিন্তু খাদ্যশস্য উপেক্ষা করে জ্বালানি উৎপাদনকে সমর্থন করিনা ।

কিছু ছবি সংযুক্ত করলাম....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।