আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে ঘণ্টায় আত্মহত্যা করে ১৫ জন

ভারতে প্রতি ঘণ্টায় আত্মহত্যা করে ১৫ জন। আর দিনে এই সংখ্যা ৩৭১ জন। এ ছাড়া আত্মহত্যা করার চেষ্টা হয় এই সংখ্যার অন্তত ২০ গুণ বেশি।  ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ২০১২ সালের হিসাবে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, পারিবারিক অশান্তি, প্রেম, পণপ্রথা, বেকারত্ব, পরীক্ষায় অকৃতকার্য, দারিদ্র্য, কঠিন অসুখ, ঋণ পরিশোধে অপারগতার মতো কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটছে।

 ক্রাইম ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছর ভারতে আত্মহত্যা করেছে এক লাখ ৩৫ হাজার ৪৪৫ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গের সংখ্যা ১৪ হাজার ৯৫৭ জন। সংখ্যার হিসাবে পশ্চিমবঙ্গ ভারতে তৃতীয়। তবে আত্মহত্যার শীর্ষে ছিল তামিলনাড়ুর নাম। সেখানে ১৬ হাজার ৯২৭ জন আত্মহত্যা করেছে।

আর সবচেয়ে কম আত্মহত্যার ঘটনা ঘটেছে নাগাল্যান্ডে। ওই রাজ্যে মাত্র ৩০ জন আত্মহত্যা করে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.