আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন পার্সোনালিটি ভার্সেস রিয়াল পার্সোনালিটি......



পিটার স্টেইনার নামে একজন একটা কার্টুন এঁকেছেন...। সেখানে দেখা যাচ্ছে এক কুকুর কম্পিউটারে কী যেন type করছে, হঠাত সে তার বন্ধু আরেক কুকুরের দিকে তাকিয়ে বললো, “ইন্টারনেটে কেউই জানেনা যে তুমি কুকুর...” আজ এই কার্টুন ছাপা হওয়ার ১৪ বছর পরও এইটা ততটাই সত্যি যা তখন ছিল। এমন অনেকেই আছে যারা নিজেদের পরিচয় গোপন করে ইন্টারনেটে অনেক কিছু করে। অনেকেই তাদের বিকৃত মানসিকতা চরিতার্থ করার জন্যে ইন্টারনেট কেই বেছে নেয়। মিথ্যা কথা বলে প্রতারণা তো নিত্য নৈমত্তিক বাপার।

আবার ইন্টারনেট সবসময় যে খারাপ, তাও না। এর একটা ভাল দিক ও আছে। একজন আজানা অচেনা মানুষ কে অনেক সময় মনের অনেক গোপন কথা, অনেক কষ্টের কথা নিঃসঙ্কোচে বলা যায়। হয়তো এমন কোন অব্যক্ত কথা যা কোন পরিচিত কাউকে বলা যায় না, কি না ভেবে বসে এই ভয়ে, তা ইন্টারনেটে আরেকজন কে বলা যায়, কারণ তার সাথে real life এ দেখা হওয়ার কোন সম্ভাবনা নাই। room ভর্তি আগন্তুকের মাঝে যে কেউ ই অস্বস্তি বোধ করবে, কিন্তু কোন chat room এ ঢোকার পর সবাই নিজেকে ওই room এর অংশ ভাবে আর তাই কেউই অস্বস্তি বোধ করে না......।

তাই বন্ধুরা, তোমাদের online personality কি তোমাদের real personality থেকে আলাদা? ......এর উত্তর তোমরাই দিতে পার...so, ask yourself…..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।