আমাদের কথা খুঁজে নিন

   

দায় এবং দায়িত্ববোধ...

...কিছু বলতে চাই...

ভাষার জন্য সংগ্রাম করে জীবন দিয়েছে একটি মাত্র দেশের মানুষ। বাংলাদেশ। সংগ্রামের এই অর্জন আমাদের গর্ব, আমাদের অহংকার। সমস্ত প্ৃথিবী জানতে পেরেছে; বাংলা ভাষা, বাঙালী এবং বাংলাদেশকে। বাঙালী জাতি সমগ্র বিশ্ববাসিকে দিয়েছে মাতৃভাষায় সগর্বে কথা বলার নিজস্ব অধিকার।

তাই একুশ আজ আর আমাদের নিজেদের একার নয়, সমগ্র বিশ্বের। এ জন্য আমাদের বেড়েছে দায়, দায়িত্ব ও বেড়েছে অনেক। আমাদের তথা সমগ্র বাঙালী জাতিকে আরও অনেক যত্নবান হতে হবে ব্যবহারে, আচরণে। আমাদের আচার আচরণে যেন কোন ভাবেই কোনভাবেই প্রকাশ না পায় আমরা অন্যান্য ভাষাভাষীর বা জাতি গোষ্ঠির প্রতি সহানুভূতিশীল নই, অথবা অন্য ভাষাভাষীর লোকজন যেন আমাদের ভাষাগত আগ্রাসনের শিকার না হয়। বাংলাদেশ ক্ষুদ্র একটি দেশ।

এ কারণে এর ভাষাগত বৈচিত্র্য খুব কম। তথাপি এ অঞ্চলে আদিবাসি জনগোষ্ঠির সংখ্যা নেহাত কম নয়। তাদের আছে নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ভাষা সমৃদ্ধ ঐতিহ্য। আর এক একটি ভাষা মানেই, লক্ষকোটি মানুষের বহু বছরে অভিজ্ঞতার, জ্ঞান-বিজ্ঞানের, শিল্প-সাহিত্যের, সুখ-দুঃখের, বিরহ-বেদনার উপাখ্যান। তাই প্রশ্ন আমাদের আদিবাসিরা কি নির্ভয়ে, স্বাছন্দে তাদের ভাষায় সব কাজ করতে পারছে?... এ প্রশ্নের উত্তর যদি দ্বিধান্বিত হয়ে দিতে হয়, তবে তার দায় বাংলাদেশের সকল বাঙালীকে নিতে হবে বৈকি? বলা বাহুল্য এ দায় এখন আমাদের সকলকেই নিতেই হচ্ছে।

কেন না আমাদের দেশে কতগুলো ভাষার চর্চা বিদ্যমান তা আমরা কি বলতে পারি...?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।