আমাদের কথা খুঁজে নিন

   

বি এন পির সংলাপে অংশ নেয়া উচিত

আস সালাম - আপনার উপর শান্তি বর্ষিত হোক

আওয়ামী লীগ এবং জামাত নির্বাচন কমিশনের সাথে সংলাপে যাচ্ছে - এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু বি এন পি এখনও নিশ্চিত হতে পারছে না সংলাপে যাওয়া উচিত হবে কি না। বি এন পি মহাসচিব দেলোয়ার চেয়ারপার্সনের মুক্তির শর্ত এর সাথে জুড়ে দিতে চাইছেন। কিন্তু চেয়ারপার্সন যে সহসাই মুক্তি পাচ্ছেন না তা মোটামুটি অবধারিত। তা হলে বি এন পির এ ব্যপারে করনীয় কি হতে পারে? আমার মনে হয় অন্যান্য রাজনৈতিক দলগুলোর মত বিএন পির উচিত হবে সংলাপে অংশ নেয়া।

এর প্রধান কারন, দেশের এখন যে অবস্থা তাতে কোন আন্দোলনে যাওয়া শুধু ঝুকিপূর্ন নয় বরং জনসাধারনের বিরক্তির উদ্রেককারী বলে গন্য হবে। এখনও ভয়াল লগি বৈঠার স্মৃতি মানুষের মনে জাগরূক। আর বি এন পিও সে সময়টা ইলেকশন ইন্জিনিয়ারের চেষ্টা করেছে বলে তাদেরকেও দায় নিতে হয়েছে। ১/১১ এর আগে সংঘাতপূর্ন রাজনীতি আর ১/১১ এর পর দুর্নীতির যে বিভৎস কুৎসিত দৃশ্য দেখা গেছে তাতে রাজনীতিবিদদের উপর সাধারন মানুষের কোনো শ্রদ্ধা অবশিষ্ট নেই। সুতরাং এই পরিবেশে কারো মুক্তির জন্য আন্দোলন করে তাতে সাধারনের সমর্থন আশা করা চূড়ান্ত বোকামী ছাড়া আর কিছু নয়।

অন্যদিকে এখন দেশে প্রায় দুর্ভিক্ষের মত একটি পরিস্থিতি তৈরী হয়েছে। এর ফলে এই সরকারের কোন কর্মকান্ডে মানুষ আর আস্থা রাখতে পারছে না। দুর্নীতি বিরোধী অভিযানও এখন আর ততটা সাড়া জাগাচ্ছে না। পড়ন্ত একটি সরকারের বিরুদ্ধে এমন কোন কর্মপদ্ধতি নেয়া উচিত নয় যাতে এই সরকারের জনপ্রিয়তা আরো বেড়ে যায়। এমতাবস্থায় নির্বাচনে অংশ নেয়ার পরিস্থিতি তৈরী হলে তাতে অংশ নেয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।

এক্ষেত্রে চেয়ারপার্সন জেলবন্দী থাকলেও নির্বাচনে বিজয়ের মাধ্যমে তাকে মুক্ত করার চ্যালেন্জ্ঞ নেয়া যেতে পারে। জিয়া পরিবারের প্রতি যে অমানবিক আচরন চলছে তাতে বিএনপির দুর্নীতির স্মৃতি অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে। বর্তমান অর্থনীতির প্রেক্ষিতে বি এন পির সময়ের সচল অর্থনীতিও মানুষকে আবার বি এন পি প্রতি সহানুভূতিশীল করে তুলবে বলে আমার বিশ্বাস। সাম্প্রতিক সময়ের নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে বি এন পির ভেতরের ষড়যন্ত্র রোধ করা গেছে। এখন বি এন পি কে সামনে এগিয়ে নিতে চাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত।

'৮০ এর দশকের ছাত্রনেতারা যেভাবে দলকে এগিয়ে নিচ্ছেন তা সন্তোষজনক। আগামী নির্বাচনে সম্পূর্ন নূতন মুখ নিয়ে বিএনপিকে দেখতে চাই অন্য আংগিকে, অন্য রূপে যাতে ভয়ংকর দুর্নীতির ক্লেদ অনেকটাই ঝেড়ে ফেলা সম্ভব হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।