আমাদের কথা খুঁজে নিন

   

বিসিএস ক্রিকেট ফিয়েস্তায় ব্যাক টু ব্যাক বিজয়ী বিআইজেএফ

গভীর কিছু শেখার আছে ....

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) আয়োজনে ১৮ জানুয়ারি থেকে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে শুরু হওয়া ক্রিকেট উৎসব ‘বিসিএস ক্রিকেট ফিয়েস্তা ২০০৮’ এর দ্বিতীয় দিনে আজ ব্যাক টু ব্যাক বিজয়ী হয়েছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। বিআইজেএফ দিনের দ্বিতীয় খেলায় ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডি-নেট) কে ৬৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। টসে জিতে বিআইজেএফ নির্ধারিত ১০ ওভারে বিনা উইকেটে ১২৩ রানের পাহাড় গড়ে তোলে। জবাবে ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডি-নেট) নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ৫৪ রান করতে সক্ষম হয়। বিআইজেএফের পক্ষে শাকিল ৭১ ও তমাল ২৯ রান করেন।

উল্লেখ্য, গতকাল প্রথম দিনের খেলাতেও শাকিল অনবদ্য ৬৯ রান করেছিলেন। এর আগে, দিনের প্রথম খেলায় ইনপেস কমিউনিকেশনকে ৪৪ রানে পরাজিত করে ডেফোডিল কম্পিউটার্স। আগামীকাল দুপুর ২ টায় বিআইজেএফ মুখোমুখি হবে কম্পিউটার সোর্স লিমিটেডের। এই ক্রিকেট উৎসবে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে টেকভ্যালি কম্পিউটার্স, কম্পিউটার সোর্স লিমিটেড, স্মার্ট টেকনোলজি, একসেস টেল, ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডি-নেট), বিডি কম, ইনপেস কমিউনিকেশন, বিডিজবস, ডেফোডিল কম্পিউটার্স এবং বিআইজেএফ। ১৮ জানুয়ারি শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

ফটো : বিআইজেএফের বিজয়ী দল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.