আমাদের কথা খুঁজে নিন

   

যার ছোঁয়া মোর জীবন্ত ঠোঁটে এনে দেয় প্রানান্ত উষ্ণতা (চতুরভূজ)

ধুলো থেকে আগমন আবার ধুলোতেই প্রত্যাবর্তন

এক কাপ গরম চা, জীবন্ত ঠোঁটে এনে দিতে পারে প্রানান্ত উষ্ণতা। চায়ের কাপে চুমুক দিয়ে আমার এমনটিই মনে হতে লাগল। হতেই পারে, যে চায়ের পেয়ালারা যুগ যুগ ধরে মানুষকে উষ্ণ করে আসছে তারা আসলেই জীবন্ত। মানুষ কখনও কখনও যে কাজটি পারেনা তা এই ছোট্ট পেয়ালা বড়ই সুনিপুনভাবে করতে পারে। তাই আমি পেয়ালার অভিসারী।

চরম নিঃসঙ্গতায় গরম এক কাপ চা - অসাধারণ। Brain ক্লান্তি অনুভব করছিল সে চাচ্ছিল সুগার। তাই ভাবলাম, বেশি করে চিনি দিয়ে এককাপ চা হয়ে যাক। যদিও দুধ চিনি ছাড়া চা খেতে খেতে অভ্যস্থ হয়ে গিয়েছি। "চীন" নামক দেশটিকে ধন্যবাদ জানালাম।

আচ্ছা, আমাদের নবিজী কেন কেন বেছে বেছে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যেতে বলেছেন? ভাল কথা, চায়ের মত জনপ্রিয় পানীয় কিন্তু চাইনিজরাই আবিষ্কার করেছে। চীনের একস্থানে চা কে ডাকা হত 'ট্যা' সেখান থেকে ইংরেজরা 'টি' নিয়েছে আর আরেকস্থানে ডাকা হত 'ছ্যা' - যেখান থেকে আমাদের এইদিকের অধিবাসীরা 'চা' নামটি পেয়েছে। জাতী হিসেবে তারা অবশ্যই অনুকরনীয়, যাদের আমরা ডাকি 'চাংকু'। যেই চাংকুরা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ফেলে দিয়েছে হুমকির মুখে। তবুও তাদের অনুসরণ করতে ইচ্ছে করে।

তারা তাদের মেধাকে নানান দিকে কাজে লাগাচ্ছে। সেদিন টিভিতে দেখলাম, শরীরের ভয়াবহ পঁচন রোগের চিকিৎসা আবিষ্কার করে ফেলেছেন এক চাইনীজ ডক্টর। যেখানে হোমিওপ্যাথী,আ্যলোপ্যাথী হেরে গিয়েছিল সেখানে শুধুমাত্র কিছু পোকার ব্যাবহার করে হয় এই চিকিৎসা! আমরা কেন আমাদের মেধা খাটিয়ে তাদের সমকক্ষ হবার চেষ্টা করিনা? এইতো কদিন আগেও ওরা এতটা প্রভাবশালী ছিলনা। কবে যে আসবে সেইদিন যেদিন জীবনের প্রয়োজনে আমরা অন্যদেশে গিয়ে বরন করবনা একাকীত্বের স্বেচ্ছা কারাবাস, কবে আসবে এমন দিন যেদিন প্রিয়জনদের ছেড়ে বহুদূর গিয়ে গুমরে গুমরে কাঁদবনা। এই, মন খারাপ হল নাকি? মন খারাপ করা চলবেনা কিন্তু।

আমাদের যতটা সম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করা উচিত। ভালভাবে বাঁচার জন্য সুখানুভূতি অত্যন্ত জরুরী। বাঁচতে যেহেতু হবে একটু ভালভাবে বাঁচি , তাইনা? স্বপ্ন তৈরী করি, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করি। পরপারের জীবনের জন্যওতো কিছু করে যেতে হবে। জীবন একটা হলেও Unlimited. পৃথিবী জীবনের একটা স্তর মাত্র, মৃত্যর পরেও একটা জীবন রয়েছে, সেই জীবনটাকে স্বচ্ছল করতে হবেনা? আমরা ঘুরে বেড়াব সারা বেহেশতময়, ছুটোছুটি করব - এই দৃশ্য ভাবতেইতো কত আরাম বোধ হয়! সুন্দরভাবে বাঁচার পর পরপারের জন্য যেন সুন্দর জীবন চাইতে না ভুলি।

কেউই ভোলেনা, হয়ত ওয়াক্ত হিসেব করে প্রার্থনায় দাঁড়ায়না কিন্তু প্রতিপালকতো সর্বক্ষন আমাদের সাথেই আছেন। তিনি অবশ্যই বুঝতে পারেন মানব হৃদয়ের হাহাকার। "He is with you, whereever you are and Allah perceives whatever you do."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।