আমাদের কথা খুঁজে নিন

   

হে জ্ঞানীগন বুঝিয়ে দিন - " মুক্তিযুদ্ধের গঠনমূলক সমালোচনা" কি? (চিনে রাখুন এই বর্ণচোরা জ্ঞানপাপীদের)

রাজাকার মুক্ত ব্লগ চাই

একজন ব্লগার যিনি এখন ব্লগে কর্তৃপক্ষের মুখপাত্র হিসাবে নিজেকে প্রমান করেছে বলে অনেকের ধারনা। উনি একটা নতুন ফতোয়া জারী করেছেন। " মুক্তিযুদ্ধের গঠনমূলক সমালোচনা"- করা যাবে। মুক্তিযুদ্ধের গঠনমুলক সমালোচনা মানে কি? বলা যাবে পাকিরা ঠিক ছিল। আমরা ভুল করেছি।

যুদ্ধ না করে পাকিস্থানের অংশ থাকলেই ভাল হতো। এখন পারমানবিক অস্ত্রের মালিক হতাম? বলা যাবে যেহেতু রাজাকারদের তালিকায় শহীদ মুনীর চৌধুরীকে পাওয়া যায়নি - তাই মুনীর চৌধুরী হত্যাকান্ডের সাথে রাজাকাররা জড়িত না? ৩০ লক্ষ মানুষের জীবন আর ২ লাখ মাবোনের সম্ভ্রম আর বুদ্ধিজীবিদের নিধনের মতো ঘৃন্যতম কর্মকান্ডের বিষয়ে সমালোচনা করা যাবে, এই ফতোয়ার জন্যে রইল - থুঃ চিনে রাখুন এই বর্নচোরাদের। অতীতে মহান মুক্তিযুদ্ধ নিয়ে সুশীল বুদ্ধিজীবিদের পতিতাবৃত্তির উদাহরন দেখা গেছে। সবার কাছে অনুরোধ - দয়া করে চিনে রাখুন এই বর্নচোরা জ্ঞানপাপীদের। দালাল চিনুন আর ঐক্যবদ্ধ থাকুন।

প্রিয় ব্লগের রাজাকারমুক্তি আন্দোলন চলবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।