আমাদের কথা খুঁজে নিন

   

ভারত ও বাংলাদেশ ধর্ষণ ও প্রতিবাদ

ঘোরতর ভারত পাকিস্তান বিরোধী বিভিন্ন মৌসুমে বিভিন্ন সময়ে নানা রকম ভাইরাস এর উপদ্রব বারে। কিছু দিন ধরে ধর্ষণ নামক ভাইরাস টা খুব বেশি পরিমানে ছড়িয়ে পরেছে। শুরু টা আমাদের দেশে নাকি পাশের দেশে সেটা ঠিক বলতে পারব না। আমাদের দেশের মানুষের একটা মারাত্মক ব-যুক্ত অভ্যাস আছে। সেটা হল চোখ কান নাক বিবেক বুদ্ধি সব কিছু সিন্দুকে বন্ধ করে প্রতিবেশী দের কে অনুকরন করা।

অনুকরন টা অধিকাংশ সময়ই খারাপ এবং অতি নগন্ন মাত্রায় ভাল হয়। তারা যা করবে আমাদের কেও তাই করতে হবে এমন একটা অলিখিত আইন হয়ে গেছে আমাদের দেশে। সেই আইন অনুসারে closeup 1, BPL ছাড়াও আরও কত কিছু যে আশলো আমাদের মাঝে তার শেষ নেই। এখন সর্বশেষ যেটা আসলো সেটা হয়ত এই ধর্ষণ নামক ভাইরাস টা। ওখানে বাস এ একজন তরুণী ধর্ষিত হল প্রান ও হারাল তারই অনুকরনে আমাদের মানিকগঞ্জে চলন্ত বাসেই ধর্ষিত হল এক তরুণী।

এটা ছাড়াও আরও কত ধর্ষণ এর খবর প্রতিদিনই আসছে। প্রতিদিনই কেও না কেও ধর্ষণের শিকার হচ্ছে। আপাতত সবশেষ খবর হচ্ছে ঢাকায় স্কুল শিক্ষক কতৃক ছাত্রী ধর্ষণ। অনুকরনের ১৫ আনাই আমরা জানি। জানি না শুধু ১ আনা।

সেটা হল প্রতিবাদ করা। যাদের কে অন্ধের মতো এই দেশের মানুষ নকল করে, তাদের কথা বলা তাদের গান তাদের ভাষা তাদের সংস্কৃতি কোন টাই বাদ যায় না বলতে গেলে। সেই তাদের এ প্রতিবাদের ভাষা আমরা শিখতে পারি নাই। বাঙ্গালী সেই জাতি যারা প্রতিবাদ করে আন্দোলন সংগ্রাম করে ৭১ এ স্বাধীনতা এনেছে। আমরা সেই জাতিরই পরবর্তী প্রজন্ম।

কিন্তু আমাদের মধ্যে হয়ত সেই প্রতিবাদের ভাষা নেই। আমাদের আছে হিন্দি ভাষা, প্রতিবাদের ভাষা দিয়ে কি হবে? এমন একটা ভাব বর্তমান যুগের ডিজুস মার্কা পোলা পানের। ভারতে ধর্ষণের প্রতিবাদে কত ঘটনা দুর্ঘটনা ঘটল। মিডিয়া গুলা দিন রাত ২৪ ঘণ্টা শুধু সেই খবরই দেখাইল দিনের পর দিন। সাথে যোগ দিল আমাদের দেশের কিছু প্রিন্ট মিডিয়ার লোকজন যারা নিজের দেশ রেখে ওই দেশের ঘটনা নিয়ে বড় বড় কলামের পর কলাম পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেল।

বাঙ্গালিরা দেখল কিভাবে ধর্ষণের প্রতিবাদ করতে হয় কিভাবে আইন পরিবর্তন করাতে হয় কিভাবে দেশের উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতা দের টনক নাড়ানো যায়। কিন্তু প্রতিবাদের ভাষা হারানো বাঙ্গালীরা শুধু দেখল আর দেখতেই থাকল। একটা লাইন ও শিখতে পারল না। এখন ও একের পর ধর্ষণ হয়েই যাচ্ছে। কারো কোন মাথা ব্যাথা নাই।

দিল্লি তে একটা ধর্ষণ আর শত সহস্র মানুষ প্রতিবাদ করতে পথে চলে আশে আর আমাদের ঢাকা সহ সারা দেশে সহস্র ধর্ষণের পর শত জন মানুষও রাজপথে নামে না। আমার মতো ঘরে ব্লগিং করে আর প্রতিবাদের ভাষা লিখে। সামু তে এটাই আমার প্রথম পোস্ট। এই পোস্ট টাও করতাম না যদি না প্রতিবাদের ভাষা হারানোর দুঃখে দুঃখিত না হইতাম... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.