আমাদের কথা খুঁজে নিন

   

MBA-IBA(DU) এর প্রিপারেশন এবং আমার কিছু অভিজ্ঞতা-১

যারা অসংখ্য মানুষের ভালবাসা অর্জন করে তারা হলো সৌভাগ্যবান, আর যারা মানুষকে ভালবাসতে পারে তারা হলো আকাশের মতো মহান। আমি কোন যোগ্যতা ছাড়া অকারণেই খুব সৌভাগ্যবান, তাই এখন স্বপ্ন দেখি আকাশ হবার... মূল বক্তব্যে যাবার আগে কিছু ভূমিকা দিয়ে নেয়া দরকার। প্রথম কথা, এই লেখাটি তাদের জন্য যারা MBA, GRE, Bank job এর জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নেবে চিন্তা করছেন। যদি চিন্তা নাও করে থাকেন লেখাটা পড়ে দেখতে পারেন, হয়তো কাজে লাগবে। আমি নিজেও প্রিপারেশন শুরু করার আগে ব্যাপারে পরিস্কার করে কিছু জানতাম না।

বুয়েট থেকে বের হয়ে প্রিপারেশন নিতে গিয়ে অনেক কিছু জানতে পেরেছি। চান্স পাবার পর অনেকেই জানতে চাইছিলেন,তাই লিখলাম। আরেকটা কথা বলে রাখি লেখাটা একটু বিস্তৃত মনে হতে পারে, এখনই হয়তো সব জিনিস পরিস্কার হবে না। কিন্তু প্রতিটা পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার জন্য এখন যেটা দরকার সেটা কাজে লাগাবেন।

পুরো লেখাটাই MBA-IBA(DU) চান্স পাবার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা। ভূমিকা এখানেই শেষ। প্রশ্ন সম্পর্কে IBA তে লিখিত+MCQ প্রশ্ন হয় ৯৫, আর ৫ হলো ভাইভা। লিখিততে থাকে MCQ: ১। English (30 marks) ২।

Math(30 Marks) ৩। Analytical(15 marks) ;সময়-৯০ মিনিট। Free Hand writing: ৪। English(20 marks) প্রতিটাতে আলাদাভাবে পাশ করতে হয়, পাশ করলে নাম্বার যোগ করা হয়। পাশ মার্ক সম্পর্কে নিশ্চিত না।

প্রস্তুতি প্ল্যানিং কর এবং টাইম ম্যানেজমেন্ট করতে হবে সবার আগে। যদি চাকরী করেন, প্রতিদিন সবগুলো বিষয় একটু করে প্রাকটিস করতে হবে। ইংরেজী শুধু এই জায়গাটাতেই আমার মনে হয় 90% স্টুডেন্ট আটকে যায়। অথচ একটু সময় নিয়ে ধৈর্য্য ধরে ইংরেজী প্রিপারেশন নিলে চান্স পাবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। #যখনই পরীক্ষা দেবার ডিসিশন নেন না কেন, বাসায় ইংরেজী পেপার রাখা শুরু করেন,কালকে থেকে।

খুটিয়ে খুটিয়ে প্রতিদিন ২০ মিনিট-১ ঘন্টা পেপার পড়া উচিত। সরাসরি vocabulary কমন পাওয়া যায়। ইংরেজী পেপার পড়া শুরু করা ছাড়া আমার মনে হয়না প্রিপারেশন নিয়ে লাভ আছে! যে word গুলো অপরিচিত, দাগ দিয়ে রাখবেন, পরে একসাথে একটা কাগজে লিখে Dictionary কিংবা online থেকে অর্থ বের করে মুখস্ত করবেন। Sentence structure গুলো ভালোভাবে খেয়াল করবেন,সেই সাথে appropriate preposition, phrasal verb and Idioms. # Vocabulary এর জন্য আমি saifur’s vocabulary বইটা দিয়ে শুরু করেছিলাম, প্রথমে প্রধান শব্দ গুলো মুখস্ত করতাম, মোটামুটি ৪০০ টা আছে। পুরা মুখস্ত হলে synonyms and antonyms,আরো ৫০০।

এরপর word smart 1 পুরাটা মুখস্ত করেছিলাম, তারপর word smart 2 থেকে বেছে বেছে। তবে word smart 2 টাইপের শব্দ মনে হয় আসে না। পেপারের word গুলো থেকে কিন্তু অনেক কমন পাওয়া যায়। প্রব্লেম হচ্ছে শব্দ মুখস্ত থাকে না! আমি যেটা করতাম নীল,সবুজ,হলুদ, লাল আর্ট পেপার কিনে ছোট ছোট ফ্ল্যাশ কার্ড বানাতাম,হাতের মুঠোয় রাখার মত। প্রতিদিন ২০-৫০ টা মুখস্ত করতাম।

৫০ টা একটা খামে রেখে নাম্বারিং করতাম। কিছুদিন পর পর আগের গুলো দেখতাম মনে আছে কিনা,যেগুলো পারতাম না, নতুন খামে রাখতাম। একসাথে সব মুখস্ত না করে ঘন্টায় ৫ টা করে পড়তাম,বাসে বা যেখানে চান্স পাই। লজ্জা শরম বাদ! #Grammar না পড়ে অনেকেই সরাসরি কোশ্চেন solve করতে শুরু করেন,এভাবে আসলে লাভ নাই। কমন না পড়লে ধরা খেতে হয়।

আমার কাছে A Passage to English Grammar by Zakir Hossaain বইটা অসাধারণ মনে হয়েছে, এই বইটা পড়া বাধ্যতামূলক। সাথে Intermediate grammar by Wren n Martin. যে টপিক গুলো আসে তার পাশাপাশি sentence(simple,complex,compound), parts of speech, common errors ইত্যাদি চ্যাপ্টার গুলো পড়বেন। এরপর saifur’s new grammar বই থেকে প্রশ্ন solve করেছিলাম। #Passage, fill in the blanks এর জন্য IBA-MBA,BBA প্রশ্নগুলো সব পড়েছিলাম। #Appropriate preposition,phrasal এবং Idioms থেকে অনেক প্রশ্ন আসে।

বিরক্তিকর হলেও কষ্ট করে পড়বেন। Zakir Hossain এর গ্রামার বইতো পড়েছিই,সেই সাথে তার লেখা Appropriate preposition এবং Idioms ও সময় পেলে পড়া উচিত। #Writing এর জন্য Effective writing skills for advanced learners by Zakir Hossain পড়েছিলাম। কিছু সুন্দর sentence, oxymoron ইত্যাদি মুখস্ত রাখতাম। লেখার মধ্যে চান্সে ঢুকায় দেবার জন্য।

#হলে ২০-২৫ মিনিটের মধ্যে অবশ্যই ইংরেজী পার্ট শেষ করতে হবে। আজ এইটুকু থাক,বাকিটা পড়ে লিখব। কিছু জানার থাকলে জানাবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।