আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় বিল, পৃথিবীর পক্ষ থেকে ধন্যবাদ



গতকাল সিইএস ০৮ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। এবারো বিল গেটস প্রাথমিক বক্তব্য বা কীনোট দিয়ে শুরু করলেন। এবারো বলছি এজন্য কারণ এবার ছিল বিলের এগারতম কীনোট। তাই একটি কীনোট আর কি পার্থক্য করতে পারে? কিন্তু এবারেরটি ছিল কিছুটা ভিন্ন, কারণ শেষবারের মত মাইক্রোসফটের প্রধান হিসেবে স্টেজে আসলেন বিল। জুনে সফটওয়ার ছেড়ে ভিন্নদিকে নিজের সময়কে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই এবারের কীনোটে অন্যান্য বছরের মত প্রযুক্তির ফুলঝুরি না দেখিয়ে অনেকটা সময়ই ছিল নিজের স্মৃতি রোমন্থন।

আর অবসর সময়ে কি করবেন? তার জন্য নিজেই একটি কমেডি ভিডিও তৈরি করে সবার সামনে নিজেকে হালকা করলেন তিনি। আমাদের আইটি কমিউনিটির একটি বড় সময় কাটে মাইক্রোসফট আর বিলকে গালাগালি করে। মাইক্রোসফট লোভী, মাইক্রোসফট ভোঁতা, তার এই নাই তার সেই সমস্যা, ওপেন সোর্সের বিরুদ্ধে আরো বহু অভিযোগ। এই অবিযোগগুলোর অনেকগুলোই সত্যি। তবুও আমরা প্রত্যেকেই জানি আজকে পৃথিবী প্রযুক্তির যেই অবস্থানে দাঁড়িয়ে আছে তার জন্য সমগ্র মানবজাতি এই মানুষটির কাছে যথেষ্ট ঋনী।

একজন মানুষ পৃথিবীর চেহারা পালটে দিতে পারে তার একটি বড় উদাহরণ বিল। সেই সত্তুরের দশকে স্বপ্ন দেখেছিল পৃথিবীর প্রতিটি ডেস্কে একটি কম্পিউটার, তার বেশ কিছুটা এখনি বাস্তবে চলে এসেছে। কিছু হোক আর না হোক। আমাদের মত আজাইরা পাব্লিকরা তো আইটির নামে কিছু পেটে ভাতে আছে তাই বা মন্দ কি? অবসরের সময়টি বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের নামে দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে পৃথবীর মানবীয় সমস্যাগুলোর বিরুদ্ধে ফুল টাইম সফটওয়ার জেহাদ ঘোষণার নিয়ত করেছেন বেচারা। দেখাই যাক লাইফের চ্যাপ্টার টুতে কি দিতে পারেন তিনি পৃথিবীকে।

মাইক্রোসফট মিস করবে তোমাকে। বিলের পূর্ণাঙ্গ ওয়েবকাস্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.