আমাদের কথা খুঁজে নিন

   

এর কি শেষ নেই!! সমাধান খোঁজা যায় না!! খুব খারাপ লাগছে...

সুখের দিনে তোমার কথা ভাবি....দুখের সাথে একলা রয়ে যাই....

(কৃতজ্ঞতা স্বীকার উদাসী, মদন)[ ০৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৯ মদন বলেছেন: """""লেখক বলেছেন: মদন, এইখানের অনেকের নিক আমি ঐখানে দেখি তারা কি সুন্দর লেখেন, লেখা পইড়া মনে হয় তারা সাহিত্য চর্চা ছাড়া অন্য কিছু বোঝেন না। তাদের মতো বিদেশী সুশীল সমাজ বাংলার গর্ব। মাগার এইখানে আইসা তাদের ভালগার কমেন্ট আর পোস্ট দেইখা মনে হয় কোনো একটা গন্ডগোল। রাজাকারদের দেখলে অনেকেরই মাথা খারাপ হয়, কিন্তু তার জন্য কুকুরের পর্যায়ে নামবো সেইটা আমার পছন্দ না!"""" আপনার কথাটিই মাঝে মাঝে বলার চেষ্টা করেছি। লাভ হয় নাই।

হতে পারে যার যার নিজের কাছে তার যুক্তি ঠিক। তাই থেমে গিয়েছি। সেই শুরু থেকে দেখে আসছি ব্লগে রাজাকার খেদানোর আন্দোলন। এক রাজাকার যায় ৩ রাজাকার আসে। সিনেমায় দেখা সাপের মতো যার এক মাথা কাটলে ২ মাথার জন্ম হয়।

এটি পরিক্ষীত সত্য যে গালাগালি করে এটি কোন মতেও বন্ধ করা যাবে না। মাঝখানে নিজেকে তাদের পর্যায়ে নামিয়ে আনা আমার কাছে সুবুদ্ধির পরিচয় মনে হয় নাই। কেউ যদি খারাপ হয় আর একই কাজ যদি আমি করি তবে শুধু তাকে কেন অপরাধী বলবো? আমি রাজাকার খেদাতে গিয়ে যদি তাদের সমরুচিতে নেমে আসি তবে আমি কেন উত্তম? কতজনকে তাড়াবেন? এটিতো ওপেন প্লাটফরম। একটি নতুন ইমেইল এড্রেস হলেই একটি একাউন্ট খোলা যায়। কাজেই এভাবে রাজাকার খেদাতে গিয়ে নিজেরা নিজেদের ছোট করে কি লাভ???? আমার প্রস্তাব হলো: ইয়াহু চ্যাটের মতো এমন কোনো টুলস ইউজ করা হোক যেন যে কোন ইউজারকে ব্লক করলে তার কোন লেখা আমি নিজেই আর দেখতে না পাই।

ফলে যাকে যাকে অপছন্দ তাকে ব্লক করে রাখলে ঝামেলা অনেকাংশে শেষ হয়ে যায়। অপছন্দনীয়/আপত্তিকর কারো লেখা আমার নজরে আসছেনা এবং সেও আমার লেখায় মন্তব্য করছে পারছেনা। এভাবে সবাই যদি ব্লক করে তবে সে সামাজিকভাবেই সে বয়কট হয়ে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।