আমাদের কথা খুঁজে নিন

   

হাঁ, আরিল আপনাকেই বলছি

mahbub-sumon.com

হাঁ, আরিল আপনাকেই বলছি। ইংলিশে লেখা আপনার মহাগুরুত্বপূর্ন পোস্ট খানি পড়ে কিছু বলার ইচ্ছে হোলো। বাংলা আমার মাতৃভাষা। ইংরেজী বুঝি ভালোই তবে যতটুকু বোঝার দরকার ঠিক ততটুকুই বুঝি। বাংলা ব্লগে ইংরেজী লিখে জাতে উঠতে চাই না।

অগাবগা মানুষ, অগাবগাই থাকতে ভালোবাসী। বাংলা ব্লগ বলে বাংলাতেই লিখছি, না হলে ফ্রেন্চ ফ্রাই খেতে খেতে ইসলামী ভাষায় আরবীতেই লিখতাম। আরিল, আপনি এখন মডারেটর। আপনি ফ্লাডিং বন্ধ করতে চাচ্ছেন, আপত্তি নেই। আপনি ব্যক্তিগত আক্রমন বন্ধ করতে চাচ্ছেন, আপত্তি নেই।

আপনি পোস্ট পড়ছেন না, সেটাতেও আপত্তি নেই। কি পড়বেন আর কি পড়বেন না , সেটা বলার আমিই বা কে ? আরিল, আপনি ব্যক্তিগত আক্রমন বন্ধ করতে চাচ্ছেন ! কিন্তু আমার দেশ মাতার প্রতি আক্রমন করে যখন লেখা আসে তখন সে আক্রমন বন্ধ করতে চান না। ওতে নাকি বাকস্বাধীনতা রুদ্ধ হবে !!! আপনি ব্যক্তিগত আক্রমন বন্ধ করতে চাচ্ছেন! কিন্তু যখন আমাদের মহান মুক্তিযুদ্ধকে হেয় করে, অপমান করে লেখা আসে, যখন আসে গর্ব করে পাপকে হালাল করার পোস্ট তখন তা বন্ধ করতে চান না। ওতে নাকি বাকস্বাধীনতা রুদ্ধ হবে ! আপনি ফ্লাডিং বন্ধ করতে চাচ্ছেন ! কিন্তু যখন নয়াদিগন্ত নামক হলুদ পত্রিকা হতে কাট-পেস্ট করে লেখাগুলো ফ্লাডিং আকারে ভিন্ন ভিন্ন নিকে আসতে থাকে তখন তা বন্ধ করতে চান না। ওতে নাকি সামহোয়্যারইনের প্লাটফরমে ভিন্নমতের চর্চার প্রসার রুদ্ধ হবে।

আপনি গালাগালী বন্ধ করতে চাচ্ছেন !! কিন্তু নারীকে অপমান করে যখন লেখা আসে, যখন জাতিগত ঘৃণা প্রচারে পোস্ট আসে , যখন ধর্মকে অপমান করে পোস্ট আসে তখন তা বন্ধ করেন না। সত্যি আরিল, কি বিচিত্র এই পৃথিবী। আরিল, সামহোয়্যারইনের প্রতি ভালোবাসা থেকেই আমরা অনেকেই অনেক কথা বলেছি। বলেছি এখানে ধর্মীয় উগ্রতা প্রসারে বাধা দিতে, বলেছি নোংরামী বন্ধ করতে পদক্ষেপ নিতে, বলছি দেশ- স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করে আসা পোস্টে বাধা দিতে, বলেছি স্বাধীনতা ও যুদ্ধাপোরাধী জামাতের প্রচারনা বন্ধ করতে। আপনি তা শুনতে চান নি।

আপনি চেয়েছেন মুক্তবুদ্ধির চর্চা করতে। হায়রে, এটাই সেই মুক্তবুদ্ধি - বাকস্বাধীনতার প্রমান ? আরিল, আপনি ব্যবসা বুঝেছেন কিন্তু ব্লগারদের মন বোঝার চেষ্টা করেন না। একবারো বোঝার চেষ্টা করেছেন কি ধরনের লেখা আসলে ব্লগাররা ক্ষীপ্ত হয় ? প্রতিনিয়ত কিছু বরাহ নন্দন ইসলামের ভেক ধরে জামাতি প্রোপাগান্ডা চালায়, প্রতিনয়ত মুক্তিযুদ্ধে অপমান করে লেখা আসে নিয়মিত। সেটাতে সমস্যা হয় না। সমস্যা হয় তখনই যখন এর প্রতিবাদ আসে।

এই প্রতিবাদ অনেক সময়ই আগুনে রূপ নেয়। অপরবাস্তব পৃথিবী বলে সে প্রতিবাদ আসে যুক্তিতে, কথার মালায়, কখনোবা তা রূপ নেয় গালাগালী। একবারো বোঝার চেষ্টা করেনি কি অসহায় ক্রোধে আমরা গালাগালী করি। আরিল, আপনি যদি মুক্তচিন্তা-বাক স্বাধীনতার কথা বলেন তা হলে আজ থেকে হয়তো আমিই মেজর কুইসলিং কে নিয়ে বীরগাঁথা রচনা শুরু করে দেবো, শুরু করে দেবো হোলোকাস্টকে মহান ও যৌক্তিক প্রমান করার জন্য লেখা। শুরু করে দেবো বর্নবাদী সব লেখা, জাতিগত বিদ্বেষমুলক সব আকর্ষনীয় সব রসালো লেখা।

আরিল, সবকিছুই আজ নষ্টের অধিকারে। সামহোয়্যারইনও নষ্টের অধিকারে চলে যাচ্ছে ধীরে ধীরে। নিরো বাজিয়েছিলো বাঁশি, আপনি বাজাবেন সেক্সোফোন। আমরা দেখবো। শুনবো হালকায়ে জিকির, জামাতে মজলিশে সুরার লিখিত বর্ননা।

চোখে সরমা লাগিয়ে ঢুলু ঢুলু নয়নে আমরা বাকস্বাধীনতা- মুক্তচেতনার পর্ন দেখবো। আরিল, আপনি হয়তো বাক স্বাধীনতার নামে শুয়োরের সাথে সহবাসে রাজী আছেন। তবে আমি ও আমার সহযোদ্ধারা বাকস্বাধীনতা - মুক্তচেতনার নামে আমরা আমাদের পিতার খুনির সাথে সহাবস্থানে বিশ্বাষী নই, বাকস্বাধীনতা - মুক্তচেতনার নামে আমরা মায়ের হত্যাকারীর ছবি দেয়ালে ঝুলিয়ে রাখতে রাজী নই, বাকস্বাধীনতা - মুক্তচেতনার নামে আমরা বোনের ধর্ষনকারীর সাথে কোলাকুলি করতে রাজী নই। আরিল, ব্লগকে বাঁচাতে চাইলে এখনই ব্যবস্থা গ্রহন করুন। আমার সহযোদ্ধাদের অনেককেই ব্যন করা হয়েছে।

এদের ব্যান মুক্ত করার দাবী জানাই। আর ব্লগকে জামাত-উগ্রবাদী মুক্ত করে ফেলুন দেখবেন এই গালীবাজ - গুন্ডারাই কি অসাধারন সব লেখা জন্ম দিচ্ছে। ধন্যবাদ ‌

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।