আমাদের কথা খুঁজে নিন

   

আসেন ভাইসব - পজেটিভ থিংকিং আর প্রডাকটিভ ডিভেট করি।

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

ব্লগাধিপতি মহামান্য আরিল ফরমাইছে যে, আমাদের এখন থেকে কন্ট্রাকটিভ ডিভেট করতে হবে। আসলেই তো তাই। উনার বাড়ি উনার ঘর - আমরা কারা মিয়াও... উনি একটা সভ্য দেশের থেকে হিজরত করে বাংলাদেশে এসেছেন আমাদের সভ্যতা সেখানে। এখন আমাদের ৩০ লক্ষ শহীদের রক্তে বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে বিতর্ক করতে হবে ,,লাজ সবুজ পতাকার নীচে বসে রাজাকার ও তাদের ছাও পোনার সাথে। কি বিষয়ে শুরু করা যায়? নীচে তিনটা বিষয় দিলাম, একটা বেছে নেন।

১) ব্লগার আওরঙ্গজেব ফরমাইয়াছে - "এমন্যাস্টি ইন্টারন্যামনালের সেক্রেটারী জেনারেল আইরিন খান ঘুষ খেয়ে বাংলাদেশের যুদ্ধাপরাধীর বিচার চেয়েছেন" ২) বুড়া শাহরিয়ার বলেছেন -"আইরিন খান জায়নিস্টদের অর্থে পেট চালান। " ৩) ফজলে এলাহি এলান করেছেন -"বিডিনিউজ ভারতের "র" এর অর্থে পরিচালিত হয়। " বিতর্কের নিয়ম - কোন গালাগালি করা যাবে না। সুশীল কমেন্টের জন্যে একস্ট্রা ৫ মার্ক বরাদ্দ। নয়া দিগন্ত ও সংগ্রাম এবং যাযাদিনের রেফারেন্স অগ্রাধিকার পাইবে।

কই শুরু করেন। ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.