আমাদের কথা খুঁজে নিন

   

আশা, নিরাশা এবং একজন আমি.... (প্রত্যাশার বছরটিতে দাঁড়িয়ে কিছু ব্যক্তিগত, অপ্রত্যাশিত, গুমোট পংক্তিমালা)

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

'প্রত্যাশা' নামক শব্দটিতে আমার আর বিশ্বাস নেই, নিজের সবটুকু নিংড়ে দিয়ে কারো পানে তাকিয়ে থাকতে আর রুচি হয় না; আশা পূরণের আনন্দে আপ্লুত হয়ে উচ্ছ্বসিত কথোপকথনকে আজ আমার বাতুলতা মনে হয়.. নাহ্, আমি নিরাশাবাদী নই, তবে আমৃত্যু আশা করে হতাশ হতে রাজি নই মোটেও, আবার রাজি নই নিরাশাকে অম্লানবদনে মেনে নিয়ে আশাবাদী সাজার ভান করতে- তাই বুঝি আশা-নিরাশা স্পর্শ করে না আমায় এতটুকু! অবশ্য তারাও বোধহয় অভিমানী... আমারই মতন; আশা তাচ্ছিল্যভরে তাকিয়ে থাকে, আর নিরাশাও মুখ ফিরিয়ে নেয় চরম নির্মমতায়। হয়তো বা এই আমি-ই এক কালে হতাশ ছিলাম, কোনো এক খন্ড সময়-স্পর্শে বুনেছি আশার মায়াবী জাল এবং আজ... .... আজ বুঝি নিজেকে প্রবোধ দেয়ার আড়ালে বুকের ভাঙন লুকানোর নিষ্ফল প্রয়াসে মত্ত! হ্যাঁ, হ্যাঁ, আমি আশা করেছিলাম- দু'চোখে হাজারো প্রত্যাশা নিয়ে চেয়েছিলাম ঐ পথটার দিকে.. অযথা....... অকারণ........ আর বৃথাই চেয়ে চেয়ে দেখেছি আমার প্রত্যাশার ভেঙ্গে চুরমার হওয়া- অতিক্রান্ত সময়ের সাথে পাল্লা দিয়ে! কিন্তু আমি সব সয়ে নেবো ঠিকই....... সবটুকু-ই; শুধু অনুনয়- আর আশা দিও না.... কাউকে না.... কক্ষনো না....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।