আমাদের কথা খুঁজে নিন

   

কালকে খুব চেয়েছিলাম, আজকে আর চাইছি না

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

কালকে যেটা চেয়েছিলাম আজকে যে তা’ চাইব না, নিজের ভেতর ঘামবো তবু, দেহের আঁচে নাইব না। কালকে যে খুব চেয়েছিলাম খুলতে খোপার চুল, দু’হাত দিয়ে ঠেললে দূরে, করলে বিরাট ভুল। আজকে শুধু দেখব চেয়ে চোখের ভেতর চাঁদ, যতই তুমি হওনা ব্যাকুল ভাঙ্গবে না’তো বাঁধ। চেয়েছিলাম কালকে ঠিকই গোলাপ রাঙা অধর, জঠর ভরা সোহাগ দিতে, দিতে রঙিন আদর। আজকে শুধু মন ছুঁয়েছে বুকের মাঝে তিল, ঠোটের নীচে তিনটে দাগে চিবুক কেমন নীল। কালকে যেমন চেয়েছিলাম মুঠোয় ভরা পদ্ম, পাহাড়-নদী-জল-জ্যোৎস্না চাইছি না আর অদ্য। আজকে শুধু দেখব আমি, তোমায় কাছে টানব না, কালকে তোমায় চেয়েছিলাম আজকে কিন্তু চাইব না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।