আমাদের কথা খুঁজে নিন

   

কত কি করার আছে বাকী, বেলা বয়ে যায়...



অফিসে এসে ডেস্কে বসেই কিছু জরুরী কাজ সারলাম, তারপর এলাম ব্লগে, এই মুহুতে' আমার কাজের চাঁপ একটু কম। আজ ৩১ শে ডিসেম্বর। ২০০৭ সালের শেষদিন। আরো একটি বছর চলে গেল জীবন থেকে। হঠাৎ কেমন যেন অসহায় লাগছে নিজেকে।

তাইতো, কতগুলি বছর পিছনে ফেলে এলাম। কতগুলি দিন। কতগুলি মুহুত'। কত সুন্দর সময়। কত ব্যাথায় কুঁকড়ে যাওয়া সময়।

কত ঘটনা। কত হাঁসি। দিন গুলি যাচ্ছে চলে। প্রথম স্কুলে যাওয়ার দিনটি সতি্য আমার মনে পড়েনা এখন আর। তবে স্কুল টি র কথা মনে পড়ে।

কোন কোন সহপাঠী কে এখনো মনে আছে, যদি ও দেখা হলে এখন আর চিনবো না মনে হয়। এইতো সেদিন স্কুল ছেঁড়ে কলেজে গেলাম, কলেজ ছেঁড়ে বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় ছেঁড়েছি তাঁও সাত বছর হয়ে গেল। মাই গুড গড। আগে এরকম কোন সিনিয়র কে দেখতাম যখন ডিপাট'মেন্ট এর এলামনাই এ তখন ভাবতাম উরেব্বাপস পুরা বুড়া পাবলিক।

এখন দেখি আমিই সেখানে দাঁড়িয়ে আছি। সময় দৌড়ে যাচ্ছে। মহীনের ঘোড়াগুলি এলবামের একটা গানের কথাই শুধু মাথায় ঘুরছে, আমার অবস্হার সাথে মিলে গেছে গানের কথা: কতকি করার আছে বাকী, বেলা বয়ে যায়.... আসলেই তো অনেক কিছু করার বাকী, অনেক কিছু দেখার বাকী, অনেক কিছু পড়া বাকী, অনেক কিছু শোনা বাকী, কিন্তু বেলা তো বয়ে যাচ্ছে। সবাইকে নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।