আমাদের কথা খুঁজে নিন

   

শিশির ঝরার দিন কেন না আসে

সুখীমানুষ

গীতটি'র অন্তরের ইতিহাস: সেমপ্টেম্বর মাসের দিকে গীতটি লেখা। সেদিন হঠাৎ করেই কেন জানি শীতকালের জন্য প্রাণটা কেঁদে ওঠলো, তাই এই গীত লেখা। শিশির ঝরার দিন কেন না আসে খুব ভোরে ওঠি ভিজাব চরণ ঘাসে। । কতদিন ভ্রমিনা কুয়াশা-আবরণে দেখিনা সে সুধা ক্ষন যবে সন্ধা ঘনে।

। ভরেনা কানন মোর শিওলির বাসে। ঐ আসবে বলেছে সে শিশিরে পথ চলি তাই কননে সাজাই পুষ্পের অঞ্জলি। । ঘুম না জানে আঁখি শিশির ভোর আশে।

ঐ ৮-৯-০২, প্রেমবাগান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।