আমাদের কথা খুঁজে নিন

   

কি ও কী এ পার্থক্য

সুখীমানুষ

আমরা অনেকেই কি ও কী তে কি পার্থক্য তা জানি না। আমিও জানতাম না, কিছুদিন আগে একটা উদাহরণ দেখে ব্যপারটা পরিষ্কার হয়েছে। এই জিনিসটাই আলোচনা করছি। খেয়াল করুন... আমি ছোট দু'টি কাগজের টুকরায় লিখলাম "তুই কি খাবি?" লিখে একটা দিলাম আমার ভাগ্নী ঝুমুকে, আর একটা দিলাম আমার ভাগ্নী সুধাকে। ঝুমু লিখলো - না খাবোনা।

সুধা লিখলো - চকলেট। চিন্তা করে দেখেন দু'জন দু'ভাবে চিন্তা করেছে! আমাদের বাংলা ভাষাটা খুব গুছানো একটা ভাষা। আমাদের মত এত সুন্দর বর্ণ বিন্যাস আর কারো আছি কিনা আমি তা জানিনা। আমাদের বর্ণ ব্যবহার করে এমন কোন উচ্চারণ নেই যা নাকি আমরা করতে পারিনা। তাই আমাদের ভাষায় এই কি ও কী রাখা হয়েছে খুব বুদ্ধি করে, যেন কোন ভুল বুঝাবুঝি না হয়।

যেন একজন চকলেট এবং একজন না খাবোনা বলতে না পারে। এখন আসুন ব্যাপারটা পরিষ্কার করে নেই। "তুই কি খাবি?" এই 'কি' মানে হলো আমি প্রশ্ন করছি সে খাবে কি না। এর ইংরেজী হবে "উইল ইউ ইট?" "তুই কী খাবি?" এর 'কী' মানে হলো 'কোন জিনিস'। অর্থাৎ তুমি কোন্ জিনিস খাবে।

এর ইংলিশ হলো "হোয়াট ইউ ওয়ান্ট টু ইট?"। যদি এই আলোচনা পড়ে একজান এরও মনে হয় নতুন কিছু শিখলেন তাহলে সে আমার মতই আনন্দ পাবেন (আমি শিখার পরে যেমনটা পেয়েছিলাম)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।