আমাদের কথা খুঁজে নিন

   

নারী নারী নারী

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

নারী নারী নারী ভাবো কি তুমি নর মাত্রই তোমার রুপের পুজারী নারী নারী নারী পর্বতসম বক্ষ তোমার যার আবেদন অক্ষয় তবুও পুরুষের সমতল বুকে তোমার নিরাপদ আশ্রয় তুমি ছলনাময়ী তুমি মমতাময়ী নারী নারী নারী এটা কিন্তু কোন কবিতা না। এটা একটা গান, আমাদের দেশের সুপরিচিত ব্যান্ড দল চাইমের ‌'নারী'-অ্যালবামের টাইটেল সং। ছোটবেলায় ক্যাসেটের প্রচ্ছদ দেখে লজ্জা পেয়েছিলাম। হঠাৎ আজ কোথায় যেন গানটা শুনলাম। গানের কথা গুলো মনে আছে বলে লিখে দিলাম। আমার মনে আছে গানটি পাড়ার ছেলেরা রাস্তায় ফুল ভলিউম দিয়ে বাজাতো (নারীদের শোনানোর জন্য)। গানের লিংকটা যদি কারও কাছে থাকে তবে দেবেন প্লীজ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.