আমাদের কথা খুঁজে নিন

   

আজ পূর্ণিমা-১

n

চট্টগ্রামের যে কলোনীতে বড় হয়েছি দুইটি দ্বিতল স্কুল ছাড়া সেখানে কোন বহুতল ভবন ছিলনা ফলে দৃষ্টিসীমা বহুদূর বিস্তৃত ছিল। সেখানে সারি সারি একতলা বাসা,বাসার সামনে বারান্দা আর বাগান আর বাসার ভেতরে পেছন দিকে উঠান। অনেক গুলো বাসার মাঝে ছোট ছোট খেলার মাঠ বা পার্ক। দিনে মাঠ আর পার্কে শিশু কিশোর আর তরুণদের খেলাধূলা চলত। সন্ধার পর বেকার তরুণ,যুবক আর বয়স্কদের আড্ডা চলত।

রাতের খাবারের বিরতি দিয়ে সেই আড্ডা গভীর রাত পর্যন্ত চলত। চাঁদনী রাতে আড্ডায় অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেত। যেদিন পূর্ণিমা হত সেদিন বিকালে আমরা কয়েকজন বন্ধু পতেঙ্গা সাগর সৈকতে চলে যেতাম। পড়ালেখা শেষ করে ঢাকায় চলে এলাম। বড় ভাই হাফিজ একটা চাকরী ঠিক করে বলল,মফিজ,অমুক দিন এই অফিসে তমুকের সাথে দেখা করিস।

সাক্ষাৎকারের নির্দিষ্ট দিনের কয়েকদিন আগে সিলেট থেকে বন্ধু আবুল ফোন করলো,কিরে মফিজ,সিলেটে চাকরী করবি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।