আমাদের কথা খুঁজে নিন

   

স্পার্টাকাস'৭১

আমি চিরন্তন মুক্তিকামী।

গতকাল বিকেল বেলা টিভির সামনে বসে অলস সময় টা পার করছিলাম। তেমন কিছু দেখানা শুধুই রিমোট চেপে একবার দুনিয়ার এইমাথা তো আবার আরেকমাথায় পাড়ি জমানো। হঠাৎ মনে হল চ্যানেল আই তে ভিন্ন কিছু দেখলাম। মুক্তিযুদ্ধ টাইপ কি যেন দেখাচি্ছল।

অবাক হলাম। এই ঈদের সময় আবার মুক্তিযুদ্ধ এল কোথা থেকে। কিছুক্ষণ দেখার পর বুঝলাম ফারুকীর নাটক। তাই অধিকতর মনযোগের সাথে দেখতে লাগলাম। দেখার পরে চিন্তা করতে লাগলাম এত অসাধারণ এত অসাধারণ টিভি নাটক আমি আগে দেখেছি কিনা।

ক্যামেরা ফিল্ম বা নাটক সম্পর্কে আমি বেশিকিছু জানিনা। কিন্তু নাটকের লাইটিং ,কুশীলবদের অভিনয়, চিত্রায়ন কৌশল........ব্যাপারটা আসলে আমি প্রকাশ করতে পারছিনা। এত সুন্দর ভাবে মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের ভয় ভীতি,রাজাকারদের অত্যাচার এত সুন্দর করে ফুটে উঠেছে এমন নাটক বা ফিল্ম কমই দেখেছি। আনিসুল হক আর মোস্তফা সরোয়ার ফারুকী কে অনেক ধন্যবাদ এমন সুন্দর জিনিস উপহার দেয়ার জন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।