আমাদের কথা খুঁজে নিন

   

আমি আর কখনও জাদুঘরে যাব না (উৎসর্গঃ লাভলুদা এবং কর্তৃপক্ষ)

ইমরোজ

আমি আর কখনও জাদুঘরে যাবো না। আমার বংশের কাউকে নিয়েও কোনদিন যাব না। কারণ, আমার জাদুঘরে কিছুই নাই আর। একটা বিশালাকার অট্টালিকা দাঁড়িয়ে আছে, একটা মূর্তিমান বিগ্রহ হয়ে। আমার সামনে আমার দেশের সমস্ত প্রত্ন সম্পদ চুরি করে নিয়েছে আমাদের দেশের সরকার।

খুবই কষ্ট পাই, প্রত্ন সম্পদহীন জাদুঘরের সামনে দিয়ে যেতে। মনে হয় অত বিশালাকার অট্টালিকা যেন কাঁদছে ছোখের জল ফেলে। কোথায় নাকি দূর্নীতি বিরোধি অভিযান হয়েছে শুনেছি। আমাদের দেশেরই কোথাও। শুনেছি আমাদের দেশের বড় বড় নেতারা জেলে ঈদের পর ঈদ করছে।

কিন্তু হায়! আমরা চোরের হাত থেকে আরেক চোরের হাতে দেশ দিয়েছি। যারা জানি না কত কোটি টাকার বিনিময়ে নিজেদের দেশ বিক্রি করে দিচ্ছেন। তাই আমি আর কোনদিন জাদুঘরে যাব না। আমি সেই অট্টালিকার কান্না সহ্য করতে পারবো না। বিদেশিরা আমার খালি হয়ে পরে থাকা জাদুঘরে এসে হাসবে, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? তার থেকে ভাল, আমি বাসায় পরে থাকবো।

(সা.ইন এর কর্তৃপক্ষ নিয়ে মজা করে একটা পোস্ট দিয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিলো নিছক মজা করা, সেটা মোটেই সিরিয়াস কিছু না। লাভলুদা সেটা নিয়ে মন খারাপ করেছেন। এই জন্য আমি আন্তরিক ভাবে তার কাছে ক্ষমা প্রার্থী। আমি পোস্টটি মুছে দিয়েছি, মুছে দেব এইটাই আমার আগে থেকে প্ল্যান ছিলো।

আমি আবারো আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।