আমাদের কথা খুঁজে নিন

   

চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫১ কোটির বেশী

চীনে গত বছর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫ কোটি ৬০ লাখ বৃদ্ধি পেয়ে ৫০ কোটি ছাড়িয়ে গেছে। এদের মধ্যে প্রায় অর্ধেক উইবো বা মাইক্রোবøগ ব্যবহার করে থাকে। সোমবার প্রকাশিত এক সরকারি পরিসংখ্যান থেকে এ কথা জানা যায়। চীন ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (সিএনএনআইসি) এক বিবৃতিতে বলা হয়, ২০১২ সালে চীনের ইন্টারনেট ব্যবহারীর মোট সংখ্যা বেড়ে ৫১ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে। এ সংখ্যা বিশ্বের একক কোন দেশের সর্বোচ্চ।

ইন্টারনেট ব্যবহারকারীর এ সংখ্যা ২০১১ সালের তুলনায় ১২.২ শতাংশ বেশি। মোট ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় ৪৮.৭ শতাংশ বা প্রায় ২৫ কোটি উইবো ব্যবহার করে থাকে। ২০১১ সালে উইবো ব্যবহারকারীর সংখ্যা ছিলো মাত্র ছয় কোটি ৩১ লাখ। দুর্নীতি, গুজব ও বিভিন্ন দুর্যোগের ক্ষেত্রে প্রতিক্রিয়া জানাতে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে উইবো সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। সিএনএসআইসি’র জানায়, গত বছর বিভিন্ন পলøী এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

২০১১ সালে এসব এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩ কোটি ৬০ লাখে দাঁড়িয়েছে। গত বছর বেইজিংয়ের প্রায় ৭০ শতাংশ লোক ইন্টারনেট ব্যবহার করে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।