আমাদের কথা খুঁজে নিন

   

এক ক্লিক দুরত্ব



২২) এক ক্লিক দুরত্ব অভিমান শব্দটার আভিধানিক অর্থ জানো কি? অভিমান মানে হলো ভালোবাসার কারো জন্য রাগ। রাগ শব্দটা ভালাবাসার জন্য নয়। অভিমান ই আমার পছন্দ। তুমি যতক্ষন আমার পাশে থাকো। বাতাসের মত শীতল করো।

আগুনের মত জ্বালাও। তোমার মুখোমুখি হইনি কখনো। অথচ জানি তুমি হাসলে কেমন দেখায়। তুমি যখন ফ্লাস্ক ভর্তি চা নিয়ে বসে থাকো আগুনের পাশে। কেমন সন্ন্যাসীর মত দেখায় তোমাকে।

ইচ্ছে করে তোমার মুখোমুখি বসে তোমার কথা বলা শুনি। তুমি কি আমার রবীন্দ্রনাথ ঠাকুর? মানুষ যে কতটাই মানুষ তুমি তার উদাহরন। তোমার গুনকির্তনে মগ্ন আমি আজ। তোমার সাথে আকাশ এর নীচে হাঁটবার সাধ একদিন। একদিন মানে জানো? ৮৬৪০০ সেকেন্ড।

একদিন এক সকালে সুর্য ওঠা সকাল দেখবো। সন্ধ্যা আকাশের শুকতারা। চাঁদের দিকে তাকিয়ে তুমি একটা সদ্যজাত কবিতা শোনাবে আমাকে। আমি তোমার হাত দু'টো ধরে বসে থাকবো। বিদ্যুত তরংগ বয়ে যাবে মস্তিষ্কের স্নায়ুতে।

তুমি পুরুষ হয়ে উঠবে। আমি রমনীয় হবো। একটা বিশুদ্ধ চাঁদের আলো মেখে দুটি আত্মার মিলন হবে। অসম্ভব কথা বলবো আমি। তুমি বলবে জানোতো ভালবাসায় সুখী হলে পাখিরা খুব প্রগলভ হয়।

অথবা ঘুমায়। তোমার কথা শুনে হাসবো আমি। ঘাসের উপর পড়ে থাকবে দুটো পাখির পালক। হঠাৎ খুব মন খারাপ হবে আমার। আমি বুঝতে পারি একটা ক্লিক এই তুমি চলে যাবে অন্য কোথাও অন্যকোনখানে।

তাই অভিমানী আমি রাত জাগি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।