আমাদের কথা খুঁজে নিন

   

আজ ইদের দিনে



মাথার ভিতর এখন কিচ্ছু ণেই ধু ধু ফাকা প্রান্তর যেন শুধু শুয়ে আছে, একটা কবিতা লিখব ভেবেছিলাম কিন্তু কোন শব্দ নেই। মরুভুমিতে একটু মরুদ্যানের মত আমি তাকে খুজে বেড়াচ্ছি । আমার কবিতাকে। বাচ্চারা সব হুড়োহুড়ি কড়ছে, বড়রা কোলাকুলি ইদের ষুভেচ্ছা হ্দয় ছুয়ে যাচ্ছে আমারও হাসিমুখ সামলাচ্ছি রান্নাঘর । মুখরিত চারিদিক।

প্রান পল্লবিত। কিন্তু আমি তাকে, আমার কবিতাকে খুঁজে পাচ্ছিনা কিছুতেই। আমার ভিতর যেন শুধু চাদের নির্মম আলোর খেলা । সেই আলোর কোন মায়া নেই, মোহ নেই, শুধু আছে অনন্তের আহ্বান। আমি ডুবে যাচ্ছি , ডুবে যাচ্ছি তাঁর আলোর মেলায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।