আমাদের কথা খুঁজে নিন

   

হাদীস পড়ি জীবন গড়ি - ১৬ / জুমু'আর দিন সংক্রান্ত - ৩

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

জুমু'আর দিনে দু'আ কবূল হওয়ার মুহুর্ত . . . . আবূহুরায়রা আব্দুর রহ্‌মান ইবন সখর (রাঃ) বর্ণনা করেছেনঃ রসূলুলুল্লাহ্‌ (সঃ) বলেছেন, "জুমু'আর দিন এমন একটি মুহুর্ত আছে যখন কোন মুসলিম নামাজ়রত অবস্থায় ঐ সময়টি পায় আর আল্লাহ্‌র কাছে ভাল কিছু প্রার্থনা করে তাহলে আল্লাহ্‌ তা'আলা তাকে তা না দিয়ে ছাড়েননা।" এরপর রসূলুল্লাহ্‌ (সঃ) হাত দিয়ে সময়টির খুবই স্বল্পস্থায়ী হওয়ার ইঙ্গিত করলেন। [হাদীসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম উভয়েই সংকলন করেছেন। এখানে উদ্ধৃত করা হয়েছে ইমাম আল-মুনজ়িরীর সংকলিত মুখতাসার সহীহ্‌ মুসলিম থেকে - হাদীস নং ৪০১] নোটঃ জুমু'আর দিনের ঐ বিশেষ মুহুর্তটি কারো কারো মতে জুমু'আর দুই খুতবার মাঝের সময়টি। সুতরাং এসময় দু'আ করা উচিত। অন্যদের মতে এটি জুমু'আর দিনের আসর এবং মাগরিবের মাঝের সময়। বাংলাদেশে যারা এখন ঈদ করছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা- ঈদ মুবারক। আমি ঈদ করেছি বুধবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।