আমাদের কথা খুঁজে নিন

   

মর্ডান কোরবানী আর আদি কোরবানী

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

গরুর গলায় ছুরি চালালেই হয় না কোরবানী । হাটের দামী পশুর মালিকানা নিয়ে “দশ লাখ টাকা দিয়া কিনছি গরুডা” কলার ঝাকাইলেই হয় না কোরবানী। অন্তুরের ত্যাগের সাথে যখন সহবাস করে নয়নের জল, যেখানে গোস্তের ভাগে নেই ফ্রিজ ভরার কোলাহল, যেখানে বিসর্জনের মেঘে সদা কর্দমাক্ত হয় মমতার জমিন, সেখানে হয়তো গল গল করে নাচে না গরুর রক্তরা, সেখানে হয়তো গোস্তের কাড়াকাড়িতে আহত হয় না গোস্ত ভক্তরা কিন্তু বিশ্বাস, সেখানে আসে কোরবানী। সেখানেই হয় কোরবানী। পশুর গলায় মৌলভীর ভাড়া করা ছুরি চালালেই কোরবানী হয় না। অন্তুরের গলে প্রেমের ছুরি চললে নয়নের নলী বেয়ে রক্তর যে ফিনকি আর হৃদপিন্ডের সারা প্রান্তরে যে ভয়ানক থরথরনী, তার নাম কোরবানী। প্রতিযোগিতার হাটে দরদামের যে কানাকানি, গোস্তের ভাগ-বটয়ারার মিছিলে বিলানো আর জমানোর যে গোপন টানাটানি, এ কোরবানী না, জবাই- এ পশু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।