আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভাই আর ফিরবে কি

mhfoez@gmail.com

উদার আকাশ ছড়িয়ে রেখেছে হলুদ নক্ষত্র তার আমার মায়ের সবুজ আঁচল উড়ে শরীরে তার রক্তের লাল ছাপ আঁকা । একদিন এক কাক ডাকা ভোরে আমার যে ভাই চলে গেছে হলুদ নক্ষত্রের দেশে কৃষ্ণচূড়ার শরীরে আবার মুখ রাখে তারা কেকিলেরা ডেকে উঠে বুঝি মিছিলের সূরে । বসন্ত মানে হৃদয়ের মিনারে ফুল জমে থাকা সেই দিন এসে গেছে, কোন মিনারে রাখবো কি ফুল আয় আয় বাছা বলে উদ্বাহু ছড়িয়ে রেখেছে মা হলুদ নক্ষত্র থেকে আমার ভাই আর ফিরবে কি !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।