আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নময় মন কুঁরে কুঁরে কেঁদে কেঁদে রাত্রি করবে ভোর

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। জানি কেউ কথা রাখবেনা, দেবেনা শিশিরের জল দৃটুকরো আলো দেবেনা, এমনকি ছিঁটেফোটা করুণার স্পর্শ কেউ দৃর্দিনে নিয়ে আসবেনা একটি সাত্ত্বনার ফুল এজীবন এমনই যাবে, স্বপ্নময় মন কুঁরে কুঁরে কেঁদে কেঁদে রাত্রি করবে ভোর তবু কেউ আর্তপীড়িতের মুখে হাসি হয়ে আসবেনা । ডিজিটাল যুগে মানুষ বড় যান্ত্রিক, সময়ের সাথে পাল্লা দিয়ে তারা বিমানের মতো চরচর করে উঠে যাচ্ছে আকাশে তারা বিলাসি কেদারায় এলান দিয়ে স্বাক্ষর করছে কোটি টাকার প্রজেক্ট তারা রঙিন মদ বড় বেশি ভালোবাসে তারা বেগানার কণ্ঠের সুর ভালোবাসে তারা পরকীয়া শয্যায শুইতে বড় বেশি ভালোবাসে তারা এক চক্কর দিয়ে ঘুরে আসে পৃথিবীর দূরতম দেশ তারা মাটির দিকে চায় না তারা চায় প্রেয়সীর প্লাবিত বুক বিদেশী সুবাসের ঘ্রাণ তারা আজ অবাধ মেলামেশার অতিআধুনিক থিওরীকে গ্রহণ করেছে তারা কিন্ত উদার, তারা খোলা গায়ে চলছে নগরীর পিচ্ছিল পথ তারা নারী পুরুষকে এক করে ফেলে অসম্ভব অসাম্প্রদায়িক হয়ে উঠেছে।

তারা প্রান্তিক মানুষের অধিকারের কথা বলেন পত্রিকায় পাতা গরম করে ফেলেন, টিভিরপর্দা উত্তপ্ত করে ফেলেন তারা ঝাঝালো ভাষণে জনসভায় বইয়ে কালজয়ী চেতনা তারা আখের গোছান, উত্তরাধিকারের জন্য নির্মাণ করেন সুরম্য প্রাসাদ। অথচ তৃণমূলের দেহের নির্যাস হতে তারা পুষ্টি নিয়ে বাঁচে আর তাদেরই তারা করেছে অপাংক্তেয় তারা বড় লোলুপ হয়ে উঠেছে আজ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।