আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাস,লজ্জা,মন্দের মিশেলে ভালো-ক্ষীণ আত্মতুষ্টি;হয়তো অকারণ

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

কোথাও যাবার কথা ছিল কি আমার? কিছু করার কথা? না এই আমি নিজের কোটর ছেড়ে কোথাও যাই না। পড়ে পড়ে টিভি দেখি? না তাও না। ভেবেছলাম যে এবার স্মৃতিসৌধে যাব; যাওয়া হলো না। ঐ যে পয়ে শেকল।

এটিএনের খবর দেখে চোখ মুছলাম কেন? তুচ্ছ, তবু কেন যে ভালো লাগে! বলি কেন ভালো লাগে? বলি কেমন - মুক্তিযুদ্ধের সময় সবচাইতে বড় গণহত্যার একটা জায়গা চুকনগর। এরশাদ মন্ডল যাত্রা শিল্পী বাবার লাশ খুঁজতে গিয়ে দেখেন অনেক মৃতদেহের মাঝে একজন মৃতা নারী, সিঁথিতে সিঁদুর, বুকে আটমাসের শিশু, মৃত মায়ের দুধ পান করছে। এরাদ মন্ডল বাচ্চাকে কোলে তুলে নেন। সুন্দরী বালা নাম রাখেন। হিন্দুমতেই বড় করেন, বিয়ে দেন।

বাচ্চাকে মায়ের ধর্মে পালন করা উচিত বলে মনে করেছেন। নিজের ধর্ম চাপিয়ে দেননি। এই তো আমার বাংলাদেশ। তাই না! ইয়াজের রাষ্ট্রীয় অনুষ্ঠানে জামায়াত ছাড়া কেউ যায়নি। যুদ্ধাপরাধীদের সাথে এক অনুষ্ঠানে যোগ দিতে অন্যদলগুলো অস্বীকৃতি জানিয়েছে।

হয়তো এর পেছনে কোন হিসাব নিকাশ আছে। আজকে সেসব হিসাবের বাইরে একটা কথাই ভাবতে ইচ্ছে করছে - বোধোদয় হয়েছে অন্য রাজনৈতিক দলগুলোর। আশা ছাড়া বাঁচি কিভাবে? করি একটু আশা। যতবার ১৪ই ডিসেম্বর আসে আমি লজ্জা পাই। এ আমার একদম ব্যক্তিগত লজ্জা।

কেন জানি না - আমি শহীদ সেলিনা পারভীনকে কয়েকবার স্বপ্নে দেখেছি এই গত বেশ কয়েকবছর এ। একই স্বপ্ন বারবার - গামছায় চোখ বাঁধা অসম্ভব স্মাটৃ একজন মহিলা, যার হাতও পেছনে বাঁধা আমাকে ব্যঙ্গের হাসি হেসে বলছেন - আমাদের জন্যে কি করলি? আমি স্বপ্নের ভেতর ঘেমে নেয়ে মুখ নাড়ছি কিন্তু কোন উত্তর জবানে নেই। নিজেকে অনেকবার জিজ্ঞস করেছি আমি কেন এই স্বপ্নটা দেখি? যাকে চিনি না জানি না, কেন দেখি? আপনারা কেউ জানেন এই উত্তর?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।