আমাদের কথা খুঁজে নিন

   

চালকহীন গাড়ি তৈরিতে ডাইমলারের আগ্রহ

জার্মান গাড়ি নির্মাতা ডাইমলার এজি চালকহীন গাড়ি তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে।

নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য ২০২০ সালের মধ্যে চালকবিহীন গাড়ি বাজারে আনবে ডাইমলার -এক প্রতিবেদনে জানিয়েছেসংবাদ সংস্থা রয়টার্স।

প্রতিষ্ঠানাটির ডেভেলপমেন্ট প্রধান থমাস ওয়েবার জানিয়েছেন, ২০২০ সাল নাগাদ চালকবিহীন গাড়ি বাজারে ছাড়ার কথা।

এ গাড়ি স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক সিগনাল বুঝতে পারবে। এমনকি রাস্তায় পথচারি বা সাইকেল আরোহীও শনাক্ত করতে পারবে। এ ছাড়া প্রচলিত পদ্ধতিতে স্টিয়ারিং ব্যবহার করেও গাড়িকে নিয়ন্ত্রণ করা যাবে বলে জানিয়েছে ডাইমলার।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।