আমাদের কথা খুঁজে নিন

   

হায় হায় মান্নান মিয়া এগুলা কি কইবার লাগছে? তয় কি আছলেই জোয়ার আইছে..

রাজাকার মুক্ত ব্লগ চাই

হুনলাম মাইছে বলাবলি করবার লাগছে বিএনপির মান্নান মিয়া কইছে রাজাকার হার্মাদ গুলানে বিচার করন লাগবো। সরকারের উপরেই হেই দায়িত্ব ভী দিছে। এইটা হুইন্না পাবনার মইত্যা রাজাকার নাকি কয়.. দোসরা কাপড়া লে আও... কেমতে অইল, তাইলে কি দ্যাছে রাজাকারগো বিচারে দাবীতে জোয়ার লাগছে? এবার রক্ষা নাই মইত্যা রাজাকারের, দোসরা কাপড়াতেও কাম ভী অইবো বইলা মনে লয় না। আপনেরা কি কন? আওয়াজ দেন... রাজাকারের বিচার চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।