আমাদের কথা খুঁজে নিন

   

এই কথার মতো সত্য কথা নাই রে

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

সাধের এই সংসার ছাইড়া সাড়ে তিন হাত মাটির ঘরে সবাই যাইবো রে কাফন ছাড়া আর কিছুই যাইবো না রে এই কথার মতো সত্য কথা নাই রে।। দেহগাড়ির ইন্জিন যদি একটু বিকল হয় রে তখন শুধু জাগে মনে পরকালের ভয় রে, বিপদ আপদ কাইটা গেলে, আবার যায় রে ভুলে ফাঁকি দিয়া এই দুনিয়ায় থাকা বড় দায় রে, এই কথার মতো সত্য কথা নাই রে।। বাঁইচা থাকতে মানুষের দাম মানুষ দিতে চায়না মরার আগে গুনের কথা কেউতো হায়রে কয়না, এই দুনিয়ার এই তো ঋতি মিছে রে তোর পিরিতি মইরা গেলে কয়দিন কাইন্দা সবাই ভুইলা যায় রে, এই কথার মতো সত্য কথা নাই রে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।