আমাদের কথা খুঁজে নিন

   

১৬ ডিসেম্বর সিরিজের ৩য় কবিতা!

মানুষ তার স্বপ্নের সমান বড়

৩য় ১৬ ডিসেম্বর বিজয়ের আজ ৩৫ বছর, তবুও আজো কেন চলে মিথ্যে ক্রন্দন? আজো কেন চলে নস্টালজিয়ায় ডুবে থাকা? অনেক হয়েছে ক্রন্দন, অনেক হয়েছে নস্টালজিয়া, অনেক হয়েছে ইতিহাস নিয়ে লুকোচুরি, এবার তোমরা খোলস পাল্টাও। ১৬ ডিসেম্বর বাঙালীর বিজয়, ১৬ ডিসেম্বর বাঙালীর হাসি, ১৬ ডিসেম্বর বাঙালীর ঈদ, ১৬ ডিসেম্বর বাঙালীর দূর্গাপূজা, ১৬ ডিসেম্বর বাঙালীর বড়দিন, ১৬ ডিসেম্বর বাঙালীর বৌদ্ধ-পূর্ণিমা। কিন্তু আজ ধ্বংসের মাঝে রক্তের উল্লাস, অমানিশার কালো হাত আর জাতির ভবিষ্যতে প্রলয়ংকারী সুনামির পূবাভাস, আজ কোথায় বিজয় দিবসের স্পৃহা? কোথায় সেই উদ্দ্যম? গণতন্ত্রের আড়ালে রাজতন্ত্রের নগ্ন-নৃত্য, রাজনীতির নাম করে ভন্ডামি, রাজপথ মানে রক্তাক্ত প্রান্তর, সভা মানে বোমা......... আর কত? আজ কোথায় বাঙালীর ঐক্য? আজ কোথায় সেই একাত্তরের বিবেক? আজ কোথায় ১৬ ডিসেম্বরের বিজয়োৎসব? আজ বাংলাদেশ মানে রাজাকারের উৎফুল্ল পদচারনা, আজ বাংলাদেশ মানে জঙ্গিবাদ, আজ বাংলাদেশ মানে হরতাল-অবরোধ, আজ বাংলাদেশ মানে দুর্নীতিতে নাম্বার -১, ..............আর কত? এবার তোমার ভোল পাল্টাও, কাঁধে লাল-সবুজের পতাকা আর হৃদয়ে দেশপ্রেম নিয়ে ঐক্যবদ্ধ হও একাত্তরের চেতনাকে পুনরুজ্জীবিত কর, এক সুখী-সুন্দর বাংলাদেশ গড়ে তোল। তারিখঃ১৬/১২/২০০৬ রাওয়ালপিন্ডি ২০০৬ সালের ১৬ ডিসেম্বরে লেখা কবিতা। এবারের ১৬ ডিসেম্বরের কবিতাটাও আসবে............

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।