আমাদের কথা খুঁজে নিন

   

সকাল বেলার রোদ্দুর.....

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সকাল বেলার রোদ্দুর.....যেই মাটিতে পা ফেলছে অনেকদিন পর সুমনের গান , পুরো ভলিউম দিয়ে পুরো বাড়ি কাপিয়ে শুনছি । আর আড়মোড়া ভাংছি । ছুটি ... আজ তো শুক্রবার । অবশ্য আমার শুক্রবার প্রতিদিনই ... সুমনের ধরা যাক আজ রোববারের মতন আর কি !!! আমার ঘরের জানালা আর বারান্দা দিয়ে পুরো আকাশ জুড়ে রোদ্দুর, আমার আকাশ পুরোটাই, কোথাও কোন আড়াল নেই । এই চৌদ্দতলার পাশে আর কেউ মাথাটা উঠিয়ে দেয়না উকিঁ ...আর সামনে আদিগন্ত সবুজ, যান্ত্রিক যন্ত্রণা । সেই যন্ত্রণা আর যানবহনের অহেতুক কিচির মিচির খানিকটা ফিল্টার হয়ে ওঠে আকাশের কাছাকাছি এই চৌদ্দতলায় । সাথে সুমনের যন্ত্রানুসঙ্গ । বেশ মিলছে ... বেশ কাটছে সকাল ... সকালের মতন যাবে তো দুপুরটা, বিকেল কিংবা প্রতিটা দিন??

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.