আমাদের কথা খুঁজে নিন

   

আমি একটা জিন্দা লাশ (শিলপী-বারী সিদ্দিকী)আমার প্রিয় গান-৪

ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ

আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জংলার বাঁশ আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না আমি পীড়িতের অনলে পোড়া মরার পরে আমায় পুড়িস না তোরা- মরার পরে আমায় পুড়িস না।। প্রেমে পোড়া যায় না চেনা দেইখা শুধু মুখ চেনা যায় যার জীবনে নাই একটুখানি সুখ হায়রে একটুখানি সুখ! আমি যদি যাইগো মরে আমার লাশটা বুকে ধরে (২) আমার লাইগা বন্ধু তোরা কান্না জুড়িস না..... আমি পীড়িতের অনলে পোড়া মরার পরে আমায় পুড়িস না তোরা- মরার পরে আমায় পুড়িস না। বুকের মারল অন্তর সর্বহারা শোক আমার মতো কষ্ট যেন পায় না কোন লোক হায়রে- পায়না কোন লোক মনেরে বুঝাইলাম কত হইল না যে মনের মত (২) মিছে আশায় তারই পিছে মন আর ঘুরিস না..... আমি পীড়িতের অনলে পোড়া মরার পরে আমায় পুড়িস না তোরা- মরার পরে আমায় পুড়িস না।।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.