আমাদের কথা খুঁজে নিন

   

মানব সম্প্রদায় দেখ তোদের আগের রুপ (নিয়ান্ডারথেল)

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

প্রায় ৭০ হাজার বছর আগে মানে তুষার যুগের শেষ সময়ে ইউরোপে বসবাসকারী জনগোষ্ঠী নিয়ান্ডারথেল নামে পরিচিত ছিল। ১৮৫৬ সালে পশ্চিম জার্মানীর ডুসেলরডর্ফ এর কাছে নিয়েন্ডার উপত্যকায় এদের প্রথম নিদর্শন আবিষ্কৃত হয়। তবে উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ফ্রান্স, বৃটেন ও ইতালীতে এদের বেশ কিছূ নিদর্শন পাওয়া গেছে। ১.৫ মিটার উচ্চতা বিশিষ্ট নিয়ান্ডাথেল মানুষ খর্বাকৃতি এবং এদের মাথা ছিল শরীরের তুলনায় লম্বা। এরা কুঠার, বর্শা ও পাথর দিয়ে অস্ত্র তৈরীতে পারদর্শী ছিল এবং এগুলোর সাহায্যে ম্যামথ ও গন্ডারের মতো বড় বড় প্রানী শিকার করত। আরও জানতে লগইন করতে পারেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।