আমাদের কথা খুঁজে নিন

   

কুন পথে যাবো আমি কুনটা আমার পথ-৬

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

আমরা তিনবন্ধু ছিলাম। জানে জিগার। কেউ কাউরে একদিন না দেখলে কিছুই ভালা লাগতো না। বাকী দুই বন্ধু রাজু(রাজীব) আর কাশু(কাশেম)। রাজুর এক ভাই কেমনে জানি টিভিত উটছে।

আমাগো লগে দেহা করতে আইছিল, আইয়া যে পাট মাইরা কথা কওন ে**াদাইলো। আমার ত গা জইলা গেলো। আসলে হালায় আছিল পাতি মটেল.... কুন মিউচিক ভিডিওতে চান্স পাইয়া টিবিত উইটা গেছে... কয় মাইয়ার কুমর ধইরা হালায় নাচছে... তার পর তারে দেকলে পাবলিকে নাকি অটুগ্রাফ নিতে চায়... আরো কত কতা। আমারে মনে কইছিল হালার মুকের ভিতরে মুইতা দেই। ওই হালায় যাওনের পর রাজু কইল দুস্ত এহন ত প্যাজটিস ইসু... আমাগো ও টিবিত উঠন লাগব... নইলে ইজ্জত থাকব না।

সবাই সম্মতি দিলাম... আমরাও হগ্গলে টিবিত উঠুম... মাঝে দিয়া কাশু ব্যাগরা দিলো, কয় টিক আছে মাগার আমরা আলাদা কইরা উঠুম, মাইনে যে যার মত উঠব... আমি কইলাম কেন? হালায় কয় তাইলে সবার মইধ্য জোস থাকবো কে কার আগে টিবিত উটব... তহন কাশুর উপরে আমার মিজাজটা গরম হইল, কইলাম যা বান্দির বাচ্ছা তোগো কারো আমার চাই না, আমি একলাই টিবিত উইটা দেহামু... রাজু কয় টিক আছে আমি ও গেলাম আমার পতে। আমরা হগ্গলে হগ্গলে পথে গেলাম গা। আমাগো তিন জনের ইয়ারি একদম ভাইঙ্গা টুকরা টুকরা হইয়া গেল। এহন আমি কেমনে টিবিত উঠমু আগে ভাগে তার চিন্তায় আমার ঘুম আহে না। ত আমি ভাবলাম যে কুনো এক্সিডেস্ট হইলে আমি গিয়া খারাইয়া যামু তাইলে ক্যামেরা ম্যান আইলে কি হইছে না হইচে তা কমু... ত আমার যাতায়াত আছিল বাসে, সব সময় জানলা দিয়া এদিক সেদিক চাইতাম কুনো এক্সিডেন্ট হয় কিনা.... মাগার কুনো লাভ হইল না।

এরপর ভাবলাম ভালা পরালেহা কইরা ফাস্টু হইলে আমারে টিবিত দেহাইব.... মাগার আমার পরালেহার যে ছিরি... তাতে এই জনমে কেন আরেক জনমেও সম্ভব না। পরে ভাবলাম টিবিত যে লুকজনে খারাইয়া খারাইয়া(মাইনে সাংবাদিক) বক বক করে হেইটার কোর্স করি, তাইলে হারা দিন আমারে টিবিত দেহা যাইবো... সৌপ্তিক, শাহাজানপুর বস্তি থেকে। তিনমাস কোর্স কইরা ৫০০০ খরচ করলাম মাগার কুনো লাভ হইল না, হেষ মেষ আমারে কয় তুমি কালা আর বেশি চিকা ও লম্পা... তোমারে দিয়া হইব না, তুমি বরং পুলিশে ট্যারাই করো... আমি মনে মনে কই হালার পুলিশের কতা হুনলেই আমার প্যান্টের চিপায় হাগা আইয়া পরে ভয়ে আর আমি যামু ফুলিশে!। কিছুতেই কিছু হইতাছে না... আমি দুক্কে শোকে দাড়ি মুছ রাইকা একবারে ভন্ড বাবাগো মত হইয়া গেলাম। তিসমাস পর আমরা তিন বন্ধু আবারো দেহা করলাম।

হেগো টিবিত উঠার কাহিনী হুইনা আমার হাসতে হাসতে মুতে ধইরা গেছে। প্রথম হুনেন রাজুর কাহীনি। রাজু পোলা ভালো তয় মাঝে মাঝে মাগী পারায় তার যাতায়াত আছিল... কেন আমি জানি না। ত রুটিন মাফিক হালায় গেছে মাগীর কাচে.... জীবনে কুনো দিন এতবার হুটেলে গেছে কুনো দিন রেড পরে নাই, হালায় যেদিন শেষ গেছে হেই দিন রেড পরছে... কতুগুলা মাগীর লগে তারে ক্যামেরার সামনে খারা করাইয়া নাকি জিগাইছে আপনে কত দিন ধইরা আসেন? একন ধরা পরার পর কিমুন লাগছে? হা হা হা হা। একদম ক্যমরার সামনে হালারে খালি গায়ে খারা করাইয়া নাকি সব জিগাইচে.... হের পর তার পশ্চাতে ডিম দিয়া নাকি একদিন উল্টা শোয়াইয়া রাকছিল.... হা হা হা. পরে তার বাপে গিয়া তারে ছারাইয়া আনছে... হা হা হা।

এহন হুনেন কাশুর কাহিনী। কাশুর চেহারা মাশাল্লা ভালই। পোলা ও গেছিল মটেল হইতে... মাগার বুটকি বুটকি মাইয়াগো লগে তারে নাচতে দিছে দেইক্যা সে আর মটেল হইতে পারলো না। ত সে আমাগো সবাইরে ছারাইয়া যাইতে গেলো ইন্ডিয়া... বড় স্টার হইতে.... কেমনে কমেনে কি কইরা সে এক পরিচালক পটাইলো... উদ্দেশ্য ইন্ডিয়ান বাংলা ছবি... ত পরিচালক নাকি তারে তার বাসায় ডাকছে কি পেপার সাইন করতে... হের পর যা হুনলাম... ওই ব্যাডা আছিল একটা র্ফড... তার কাছ থেকে টাকা পয়সা, চেইন, ঘড়ি সব হাতাইয়া কি জানি খাবাইয়া এক ডাস্টবিনের চিপায় ফালাই দিছিল... ২ দিন পইরা থাকার পর.. কে জানি তারে দেকছে.. মনে করছিল মইরা গেছে, এই ভাইবা টিবির লুকজনেরে খবর দিছে... তারা আইয়া দেহে হালার পুতে মরে নাই, খালি একটু বেহুশ আছিল... মাগার কাশুর কপাল খারাপ... বেহুশ আছিল বইলা তারে যে টিবিত দেহাইছে, এইডা হে ট্যার পায় নাই। হে হে হে।

ত এই হইল আমার পথচলা, বন্ধুগো লগে... কুন কুন পথে যে গেলাম... আমি এহোনো টিবিত উঠতে পারি নাই। ট্যারাই কইরা যাইতেছি... অলৌকিক হাসান ভাই আপনে কই? একটু টিবিত চান্স দেবেন? প্লিজ.... এহোনো মরার টিবিত উঠতে পারলাম না। হে হে হে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।