আমাদের কথা খুঁজে নিন

   

যে যায় সে দীর্ঘ যায়



যাদের চলে যাবার কথা ছিল তারা সবাই রয়ে গেল তুমি শুধু চলে গেলে কিছু না বলে । আমি জানি; তুমি বড্ড অভিমানী আমি মানি; বড্ড বেশী অভিমানী রাতের শেষে যে দিনের আলো ফোটে তাকে ফেলে তুমি চলে গেলে অস্তরাগের সূরে জানি না কতদূরে.. তুমি শুধু চলে গেলে কিছু না বলে । জানি, যে যায় সে দীর্ঘ যায় আর যে রয়ে যায় সে শুধু স্মৃতি খুজেঁ ফেরে । তোমার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয় আর আমার সময় কাটে কিসের প্রতীক্ষায় ? আকাশের ওপারে যে আকাশ সাগরের ওপারে যে সাগর তোমার স্মৃতির উপরে যে তুমি সে তুমি যে সেই তুমি নও । মাঝে মাঝে হওয়া এসে খেলে যায় এম ও মন জানালায় আর আমাকে ভাবায় তুমি শুধু চলে গেলে কিছু না বলে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।